ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিনটনের কলামে ড. ইউনূসকে নিয়ে প্রশংসা বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যে চ্যানেলে টিপ-কাণ্ডে তিন বছর পর মামলা কেনিয়ায় চা-বাগান নিয়ে স্থানীয় ও বিদেশি এস্টেটগুলোর দ্বন্দ্ব, ক্ষতির মুখে শিল্প প্রতিদিন একটি কলা খাওয়া কাদের জন্য জরুরি মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা, আলাদা হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি সারাদেশে ১ মে থেকে ডিম-মুরগির খামার বন্ধ ভোটের জন্য ডিসেম্বরকেই আদর্শ মনে করছে বিএনপি, তবে এখনই কর্মসূচি নয় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ডক্টর ইউনুস যা বললেন রাষ্ট্রদূত মুশফিকুল আনসারী

পারফিউম সারাদিন ধরে রাখার ১০ উপায়

বাঙালী কণ্ঠ নিউজঃ  প্যাচপ্যাচে গরম আর ঘাম। বর্ষা কাল মানেই অস্বস্তি। সারা দিন বাড়ির বাইরে কাজে ঘাম আর দুর্গন্ধ নিত্য দিনের সঙ্গী। তাই পারফিউম এই সময় মাস্ট। সকালে পারফিউম লাগিয়ে বেরোলেও অনেক সময় কিছুক্ষণ পরই তা উবে যায়। জেনে নিন কী করলে পারফিউম সারা দিন স্থায়ী হবে।
স্নানের পর: পারফিউম বেশিক্ষণ স্থায়ী করাতে চাইলে গরম জলে স্নান করার পরই শরীরে স্প্রে করুন। গরম জল রোমকূপের মুখ বড় করে দেয়। ফলে পারফিউম ত্বকে শোষিত হয় ভাল ও বেশিক্ষণ স্থায়ী হয়।
নীচের দিক: শরীরের নীচের অংশে পারফিউম লাগালে তা অনেকক্ষণ স্থায়ী হবে। পারফিউমের হিট উপরের দিকেও উঠে আসে।
ঘষবেন না: অনেকেই পারফিউম পালস পয়েন্টে লাগানোর পর ঘষে নেন। এটা ভুল। এতে পারফিউম তাড়াতাড়ি উবে যায়।
চুল: যে কোনও গন্ধই ত্বকের থেকে চুলে অনেক বেশি স্থায়ী হয়। চুলে স্প্রে করুন পারফিউম। তবে বেশি নয়। পারিউমে থাকা অ্যালকোহল চুলের আর্দ্রতা শুষে নিতে পারে।
শেক: অনেকেই পারফিউম ব্যবহার করার আগে ঝাঁকিয়ে নেন। এটা ভুল। ঝাঁকালে পারফিউমের গন্ধ তাড়াতাড়ি উবে যায়।
গরম: ঠান্ডা ত্বকে পারফিউম বেশিক্ষণ স্থায়ী হয় না। শরীর গরম হলে পারফিউমের গন্ধ স্থায়ী হয়। পালস পয়েন্ট বাকি শরীরের তুলনায় গরম থাকে। তাই এই অংশে পারফিউম লাগালে তা বেশি ক্ষণ স্থায়ী হবে।
সঠিক পারফিউম: কেনার সময় বুঝে কিনুন। কোন পারফিউমের গন্ধ স্থায়ী হবে, দেখে শুনে কিনুন।
ময়শ্চারাইজড: শুষ্ক ত্বকে পারফিউমের গন্ধ বেশি তাড়াতাড়ি উবে যায়। ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর পারফিউম লাগান। এতে গন্ধ বেশিক্ষণ স্থায়ী হবে।
স্টোরেজ: পারফিউমের সুগন্ধ বেশি দিন ধরে রাখতে কোনও ঠান্ডা, অন্ধকার জায়গায় রাখুন। ফ্রিজে রাখতে পারলে সবচেয়ে ভাল।
মিক্স অ্যান্ড ম্যাচ: দুটো ফ্র্যাগরেন্স লেয়ার করে লাগিয়ে সুগন্ধ তৈরি করতে পারেন। এতে নিজস্ব স্টাইলও হবে, আবার গন্ধ অনেকক্ষণ থাকবেও।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিনটনের কলামে ড. ইউনূসকে নিয়ে প্রশংসা

পারফিউম সারাদিন ধরে রাখার ১০ উপায়

আপডেট টাইম : ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
বাঙালী কণ্ঠ নিউজঃ  প্যাচপ্যাচে গরম আর ঘাম। বর্ষা কাল মানেই অস্বস্তি। সারা দিন বাড়ির বাইরে কাজে ঘাম আর দুর্গন্ধ নিত্য দিনের সঙ্গী। তাই পারফিউম এই সময় মাস্ট। সকালে পারফিউম লাগিয়ে বেরোলেও অনেক সময় কিছুক্ষণ পরই তা উবে যায়। জেনে নিন কী করলে পারফিউম সারা দিন স্থায়ী হবে।
স্নানের পর: পারফিউম বেশিক্ষণ স্থায়ী করাতে চাইলে গরম জলে স্নান করার পরই শরীরে স্প্রে করুন। গরম জল রোমকূপের মুখ বড় করে দেয়। ফলে পারফিউম ত্বকে শোষিত হয় ভাল ও বেশিক্ষণ স্থায়ী হয়।
নীচের দিক: শরীরের নীচের অংশে পারফিউম লাগালে তা অনেকক্ষণ স্থায়ী হবে। পারফিউমের হিট উপরের দিকেও উঠে আসে।
ঘষবেন না: অনেকেই পারফিউম পালস পয়েন্টে লাগানোর পর ঘষে নেন। এটা ভুল। এতে পারফিউম তাড়াতাড়ি উবে যায়।
চুল: যে কোনও গন্ধই ত্বকের থেকে চুলে অনেক বেশি স্থায়ী হয়। চুলে স্প্রে করুন পারফিউম। তবে বেশি নয়। পারিউমে থাকা অ্যালকোহল চুলের আর্দ্রতা শুষে নিতে পারে।
শেক: অনেকেই পারফিউম ব্যবহার করার আগে ঝাঁকিয়ে নেন। এটা ভুল। ঝাঁকালে পারফিউমের গন্ধ তাড়াতাড়ি উবে যায়।
গরম: ঠান্ডা ত্বকে পারফিউম বেশিক্ষণ স্থায়ী হয় না। শরীর গরম হলে পারফিউমের গন্ধ স্থায়ী হয়। পালস পয়েন্ট বাকি শরীরের তুলনায় গরম থাকে। তাই এই অংশে পারফিউম লাগালে তা বেশি ক্ষণ স্থায়ী হবে।
সঠিক পারফিউম: কেনার সময় বুঝে কিনুন। কোন পারফিউমের গন্ধ স্থায়ী হবে, দেখে শুনে কিনুন।
ময়শ্চারাইজড: শুষ্ক ত্বকে পারফিউমের গন্ধ বেশি তাড়াতাড়ি উবে যায়। ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর পারফিউম লাগান। এতে গন্ধ বেশিক্ষণ স্থায়ী হবে।
স্টোরেজ: পারফিউমের সুগন্ধ বেশি দিন ধরে রাখতে কোনও ঠান্ডা, অন্ধকার জায়গায় রাখুন। ফ্রিজে রাখতে পারলে সবচেয়ে ভাল।
মিক্স অ্যান্ড ম্যাচ: দুটো ফ্র্যাগরেন্স লেয়ার করে লাগিয়ে সুগন্ধ তৈরি করতে পারেন। এতে নিজস্ব স্টাইলও হবে, আবার গন্ধ অনেকক্ষণ থাকবেও।