ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরীর টোপে পা দিয়ে সর্বস্বান্ত অনেকে

‘আমার নাম নিকি ওব্রায়েন। বয়স ২৪। নার্সের চাকরি করি। আমি খুব আর্থিক সঙ্কটে আছি। দয়া করে আমায় অর্থ সাহায্য করুন। অর্থ সাহায্যের বিনিময়ে আমি আমার এমন সব ছবি পাঠাবো যা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক মহিলার ছবি তো দেখেছেন, কিন্তু আমার ছবি


দেখে আপনি অনেক তৃপ্তি পাবেন।’

এমনভাবেই এক ডেটিং ওয়েবসাইটে এই পোস্ট করেছিলেন এক মহিলা। আসলে ওটা ছিল একটা বড় ফাঁদ। কিন্তু শেষরক্ষা আর হলো না তার। ব্যাংকে মোটা ডলার এলেও শেষ অবধি গারদের অন্ধ কুঠুরিতে ঢুকতে হলো এই প্রতারক মহিলাকে।

আসলে ওই মহিলার নাম জেন ডিন্স। বয়স ৪৮। আর্থিক অবস্থা মোটেও খারাপ নয়। ২৪-এর ললনা সেজে ৩৪ হাজার পাউন্ড রোজগার করে ফেলেছিলেন। অনেকেই ডিন্সের ফাঁদে পা দিয়ে মোটা অঙ্কের ডলারও পাঠিয়েছিলেন। আর এই অপরাধে এখন তাকে দু বছর জেল খাটতে হবে।-জিনিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সুন্দরীর টোপে পা দিয়ে সর্বস্বান্ত অনেকে

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬

‘আমার নাম নিকি ওব্রায়েন। বয়স ২৪। নার্সের চাকরি করি। আমি খুব আর্থিক সঙ্কটে আছি। দয়া করে আমায় অর্থ সাহায্য করুন। অর্থ সাহায্যের বিনিময়ে আমি আমার এমন সব ছবি পাঠাবো যা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক মহিলার ছবি তো দেখেছেন, কিন্তু আমার ছবি


দেখে আপনি অনেক তৃপ্তি পাবেন।’

এমনভাবেই এক ডেটিং ওয়েবসাইটে এই পোস্ট করেছিলেন এক মহিলা। আসলে ওটা ছিল একটা বড় ফাঁদ। কিন্তু শেষরক্ষা আর হলো না তার। ব্যাংকে মোটা ডলার এলেও শেষ অবধি গারদের অন্ধ কুঠুরিতে ঢুকতে হলো এই প্রতারক মহিলাকে।

আসলে ওই মহিলার নাম জেন ডিন্স। বয়স ৪৮। আর্থিক অবস্থা মোটেও খারাপ নয়। ২৪-এর ললনা সেজে ৩৪ হাজার পাউন্ড রোজগার করে ফেলেছিলেন। অনেকেই ডিন্সের ফাঁদে পা দিয়ে মোটা অঙ্কের ডলারও পাঠিয়েছিলেন। আর এই অপরাধে এখন তাকে দু বছর জেল খাটতে হবে।-জিনিউজ