ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ধূমপান বিরোধী প্রশংসিত নাবিলা

মডেল নাবিলা অভিনীত ‘এন্টি স্মোকিং’ (ধূমপান বিরোধী) এর একটি সম্প্রতি প্রচারে এসেছে। দেশের বিভিন্ন ‘ওয়ান ফার্মা লিমিটেড’র এই প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছেন নাবিলা!

উচ্ছ্বাস নিয়ে নাবিলা বলেন, ‘এন্টি স্মোকিং’র এই প্রচারের আসে ক’দিন আগে। এরপর থেকেই সবাই সঙ্গে সঙ্গে আমার কাজের প্রশংসা করছেন। সামাজিক সচেতনামূলক এইকাজটি করে আমি নিজেও তৃপ্তি পেয়েছি। আশা করি আগামীতেও আরো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারব।’

কারখানা প্রডাকশন হাউজের ব্যানারে এই নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ‘এন্টি স্মোকিং’র এই

এদিকে, নাবিলা ‘মাধবীলতা তোমার জন্য’ । নাবিলার থাকছেন এবং প্রভা।

এছাড়া নাবিলার আরো প্রচারিত হচ্ছে। এরমধ্যে রাজের ‘নয় ছয়’, শাকিলের ‘সম্রাট’, রাফাতের ‘কলিং বেল’। তাছাড়া আগামীতে আরো কয়েকটি কাজ করবেন বলে জানালেন নাবিলা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধূমপান বিরোধী প্রশংসিত নাবিলা

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬

মডেল নাবিলা অভিনীত ‘এন্টি স্মোকিং’ (ধূমপান বিরোধী) এর একটি সম্প্রতি প্রচারে এসেছে। দেশের বিভিন্ন ‘ওয়ান ফার্মা লিমিটেড’র এই প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছেন নাবিলা!

উচ্ছ্বাস নিয়ে নাবিলা বলেন, ‘এন্টি স্মোকিং’র এই প্রচারের আসে ক’দিন আগে। এরপর থেকেই সবাই সঙ্গে সঙ্গে আমার কাজের প্রশংসা করছেন। সামাজিক সচেতনামূলক এইকাজটি করে আমি নিজেও তৃপ্তি পেয়েছি। আশা করি আগামীতেও আরো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারব।’

কারখানা প্রডাকশন হাউজের ব্যানারে এই নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ‘এন্টি স্মোকিং’র এই

এদিকে, নাবিলা ‘মাধবীলতা তোমার জন্য’ । নাবিলার থাকছেন এবং প্রভা।

এছাড়া নাবিলার আরো প্রচারিত হচ্ছে। এরমধ্যে রাজের ‘নয় ছয়’, শাকিলের ‘সম্রাট’, রাফাতের ‘কলিং বেল’। তাছাড়া আগামীতে আরো কয়েকটি কাজ করবেন বলে জানালেন নাবিলা।