ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিদিন একটি কলা খাওয়া কাদের জন্য জরুরি মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা, আলাদা হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি সারাদেশে ১ মে থেকে ডিম-মুরগির খামার বন্ধ ভোটের জন্য ডিসেম্বরকেই আদর্শ মনে করছে বিএনপি, তবে এখনই কর্মসূচি নয় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ডক্টর ইউনুস যা বললেন রাষ্ট্রদূত মুশফিকুল আনসারী শুরু হয়েছে সুন্দর বনের মধু সংগ্রহের কাজ তেল-পেঁয়াজ-সবজির বাজার চড়া, কমেছে মাছ-মুরগির দাম খালেদা জিয়া-তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন জামায়াত আমির ফেনীতে কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

আমাকে যথেষ্ট অবহেলাও করেছে তাহসান

জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা ২০ জুলাই দুপুরে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এই বছরের মে মাসে তাদের ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। আর দিনভর আলোচনায় ছিল বিষয়টি। তাদের ভক্তই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। আর মিথিলাও আলাদা কোন বক্তব্য দেননি।

তবে গণমাধ্যমে মিথিলার আলাদা বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, প্রায় দুই বছর ধরেই তারা আলাদাভাবে থেকে আসছিলেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি।

মিথিলা জানান, এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য তারা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলেন। কারণ, এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি তাদেরও ছিল না। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজেবাজে খবর প্রকাশ করায় তারা ফেসবুকে যৌথভাবে তাদের বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ‘একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে, এটাই বাস্তবতা। জীবনচলার পথের একটা সময় এসে আমরা বুঝতে পারলাম, দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আর একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ পরে আর এক থাকে না। ধীরে ধীরে তাহসান বদলে গেছে। এমনকি আমাকে সে অবহেলাও করেছে। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছি।’

বলে রাখা ভালো ২০০৪ সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয়েছিল। এরপর তারা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রতিদিন একটি কলা খাওয়া কাদের জন্য জরুরি

আমাকে যথেষ্ট অবহেলাও করেছে তাহসান

আপডেট টাইম : ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭

জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা ২০ জুলাই দুপুরে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এই বছরের মে মাসে তাদের ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। আর দিনভর আলোচনায় ছিল বিষয়টি। তাদের ভক্তই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। আর মিথিলাও আলাদা কোন বক্তব্য দেননি।

তবে গণমাধ্যমে মিথিলার আলাদা বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, প্রায় দুই বছর ধরেই তারা আলাদাভাবে থেকে আসছিলেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি।

মিথিলা জানান, এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য তারা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলেন। কারণ, এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি তাদেরও ছিল না। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজেবাজে খবর প্রকাশ করায় তারা ফেসবুকে যৌথভাবে তাদের বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ‘একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে, এটাই বাস্তবতা। জীবনচলার পথের একটা সময় এসে আমরা বুঝতে পারলাম, দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আর একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ পরে আর এক থাকে না। ধীরে ধীরে তাহসান বদলে গেছে। এমনকি আমাকে সে অবহেলাও করেছে। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছি।’

বলে রাখা ভালো ২০০৪ সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয়েছিল। এরপর তারা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান।