ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরী নারীর ‘ফাঁদে’ পা ISIS-এর

বিশ্বের কাছে ত্রাস ISIS। কীভাবে এই জঙ্গিগোষ্ঠীকে দমন করা যায়, তাই নিয়ে শলাপরামর্শে ব্যস্ত থাকেন রাষ্ট্রনেতারা। এদিকে ISIS-এর কাছেও ‘ত্রাস’ হয় কেউ কেউ। যেমনটি এই সুন্দরী নারী।

নাম তার জোয়ানা পালানি। ২২ বছর বয়সী এই নারী কোপেনহেগেনের বাসিন্দা। বাড়ি থেকে পালিয়ে সুদূর সিরিয়ায় যোগ দিয়েছেন পেশমের্গা বাহিনীতে। বিলাসবহুল জীবনযাপনের লোভে অনেকই এরকমভাবে বাড়ি থেকে পালায়। আর তারপর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে হাত মেলায়। তবে এই সুন্দরীও পালালেন, কিন্তু কারণটা অন্য।

জোয়ানার লক্ষ্য ছিল একটাই। জঙ্গিদের নির্মম অত্যাচারের হাত থেকে শিশুদের উদ্ধার করতে হবে। যাদেরকে জঙ্গিরা যৌনদাস/যৌনদাসী হিসেবে ব্যবহার করত। চলত নির্মম অত্যাচার। তাদের বাঁচাতে গিয়েই তাকে অনেক বিপদের মুখোমুখি পড়তে হয়েছে। ঝুঁকি নিতে হয়েছে জীবনের। নিজের চোখের সামনে দেখেছেন কীভাবে ১১ বছরের এক নাবালিকা জঙ্গিদের অত্যাচারে গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু তারপরেও পিছু হটেনি জোয়ানা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সুন্দরী নারীর ‘ফাঁদে’ পা ISIS-এর

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬

বিশ্বের কাছে ত্রাস ISIS। কীভাবে এই জঙ্গিগোষ্ঠীকে দমন করা যায়, তাই নিয়ে শলাপরামর্শে ব্যস্ত থাকেন রাষ্ট্রনেতারা। এদিকে ISIS-এর কাছেও ‘ত্রাস’ হয় কেউ কেউ। যেমনটি এই সুন্দরী নারী।

নাম তার জোয়ানা পালানি। ২২ বছর বয়সী এই নারী কোপেনহেগেনের বাসিন্দা। বাড়ি থেকে পালিয়ে সুদূর সিরিয়ায় যোগ দিয়েছেন পেশমের্গা বাহিনীতে। বিলাসবহুল জীবনযাপনের লোভে অনেকই এরকমভাবে বাড়ি থেকে পালায়। আর তারপর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে হাত মেলায়। তবে এই সুন্দরীও পালালেন, কিন্তু কারণটা অন্য।

জোয়ানার লক্ষ্য ছিল একটাই। জঙ্গিদের নির্মম অত্যাচারের হাত থেকে শিশুদের উদ্ধার করতে হবে। যাদেরকে জঙ্গিরা যৌনদাস/যৌনদাসী হিসেবে ব্যবহার করত। চলত নির্মম অত্যাচার। তাদের বাঁচাতে গিয়েই তাকে অনেক বিপদের মুখোমুখি পড়তে হয়েছে। ঝুঁকি নিতে হয়েছে জীবনের। নিজের চোখের সামনে দেখেছেন কীভাবে ১১ বছরের এক নাবালিকা জঙ্গিদের অত্যাচারে গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু তারপরেও পিছু হটেনি জোয়ানা।