ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘আসমানী’ এখন ঢাকায়

বাঙালী কণ্ঠ নিউজঃ  আসমানী ও বাপ্পি একসঙ্গে বেড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠে। বাপ্পি মনের অজান্তে আসমানীকে ভালোবেসে ফেলেন। এক সময় আসমানী চলে আসে ঢাকায়। বাপ্পি আসমানীকে খুঁজতে ঢাকায় আসলেও তাকে খুঁজে পায় না।

এক সময় বাপ্পি জানতে পারে আসমানী রসুলপুর গ্রামে গিয়েছে। এরপর বাপ্পি সেখানে ছুটে যায়। কিন্তু বাপ্পি-আসমানী দুজনই এখন ঢাকার একটি শুটিং স্পটে রয়েছে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে সিনেমার গল্প প্রসঙ্গে এমনটাই জানান বাপ্পি চৌধুরী।

আজ বুধবার রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে এম শাখাওয়াত হোসেন পরিচালিত ‘আসমানী’ নামের সিনেমার শেষ লটের শুটিং হচ্ছে। এ সিনেমায় আসমানী চরিত্রে অভিনয় করছেন সুস্মি।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বাঙালী কণ্ঠকে বলেন, ‘‘আসমানী’ সিনেমার শুটিং আজকে করলেই শেষ হয়ে যাবে। সিনেমাটির গল্প দারুণ দর্শক দেখে আনন্দ পাবেন বলে আশা করছি।’’

এর আগে রসুলপুর চরে ‘আসমানী’ সিনেমার শুটিং করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘আসমানী’ এখন ঢাকায়

আপডেট টাইম : ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  আসমানী ও বাপ্পি একসঙ্গে বেড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠে। বাপ্পি মনের অজান্তে আসমানীকে ভালোবেসে ফেলেন। এক সময় আসমানী চলে আসে ঢাকায়। বাপ্পি আসমানীকে খুঁজতে ঢাকায় আসলেও তাকে খুঁজে পায় না।

এক সময় বাপ্পি জানতে পারে আসমানী রসুলপুর গ্রামে গিয়েছে। এরপর বাপ্পি সেখানে ছুটে যায়। কিন্তু বাপ্পি-আসমানী দুজনই এখন ঢাকার একটি শুটিং স্পটে রয়েছে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে সিনেমার গল্প প্রসঙ্গে এমনটাই জানান বাপ্পি চৌধুরী।

আজ বুধবার রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে এম শাখাওয়াত হোসেন পরিচালিত ‘আসমানী’ নামের সিনেমার শেষ লটের শুটিং হচ্ছে। এ সিনেমায় আসমানী চরিত্রে অভিনয় করছেন সুস্মি।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বাঙালী কণ্ঠকে বলেন, ‘‘আসমানী’ সিনেমার শুটিং আজকে করলেই শেষ হয়ে যাবে। সিনেমাটির গল্প দারুণ দর্শক দেখে আনন্দ পাবেন বলে আশা করছি।’’

এর আগে রসুলপুর চরে ‘আসমানী’ সিনেমার শুটিং করা হয়।