বাঙালী কণ্ঠ নিউজঃ মানুষের জীবনে কতো কিছুই না আসে, তবুও মানুষ বেঁচে থাকে প্রিয় মানুষটির জন্য। প্রিয় মানুষটি যাতে কষ্ট না পায় তার মুখের দিকে চেয়ে থেকে অনেক কিছু লুকিয়ে রাখে, একবারের জন্যেও ভাবে না—মানুষটি তাকে কত ভালবাসে। তেমনি এক ভালবাসার ছোট্ট গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভ্রান্ত পরশে।
সেলিম রেজার গল্পে শাহরিয়ার সুমনের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সেলিম রেজা, আরিয়ানা নেহা, অরণ্য জিয়া প্রমুখ। গতকাল সোমবার সুরঞ্জলির ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশ করা হয়।