ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শাকিব খানের বিরুদ্ধে মামলা রাজমিস্ত্রির

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘রাজনীতি’ সিনেমায় মুঠোফোন নম্বর ব্যবহার করে হয়রানির অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রি ইজাজুল মিয়া (২৫)।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করা হয়।

ইজাজুল বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের মোবারক মিয়ার ছেলে। মামলার বাদী এই যুবক তিন আসামির কাছ থেকে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়েছেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ‘রাজনীতি’ সিনেমার প্রযোজক আশফাক আহমেদ ও পরিচালক বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ইজাজুল।

মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মজিদ জানান, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরটির গ্রাহক বাদী ইজাজুল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের মুঠোফোন নম্বর মনে করে অসংখ্য নারী-পুরুষ ইজাজুলকে ফোন করতে থাকেন। দেশ-বিদেশ থেকে শাকিবভক্তদের আসা এসব ফোনে অতিষ্ঠ হয়ে পড়েন বাদী ইজাজুল।

আইনজীবী মজিদ আরও জানান, ‘‌‌রাজনীতি’ চলচ্চিত্রে ইজাজুলের নম্বরটি দেওয়া হয়েছে শাকিব খানের নম্বর হিসেবে। পুরো নম্বরটি প্রকাশ হওয়ায় সবাই ইজাজুলকে মুঠোফোনে কল দিচ্ছেন। ফোন রিসিভ করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইজাজুল।

বাদী ইজাজুল মিয়া জানান, দেশ-বিদেশ থেকে আসা শাকিবভক্তদের ফোনে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। তিনি (ইজাজুল) শাকিব খান কি না, তা যাচাইয়ের জন্য তানিয়া নামের এক তরুণী কিছুদিন আগে খুলনা থেকে হবিগঞ্জ চলে আসেন। পরে সেই তরুণীকে গাড়িতে তুলে বিদায় দিয়েছেন তিনি। এই খবর শুনে তার (ইজাজুল) স্ত্রী রাগ করে।

ইজাজুল আক্ষেপ প্রকাশ করে জানান, তার স্ত্রীকে কিছুতেই বোঝানো যায়নি। নিজেকে নায়ক শাকিব খান পরিচয় দিয়ে পরনারীদের সঙ্গে সম্পর্ক গড়ার অভিযোগ এনে স্ত্রী মিশু আক্তার বাপের বাড়িতে চলে গেছে ১৭ মাস বয়সী একমাত্র শিশুকন্যা ইমুকে নিয়ে। পরে ‘রাজনীতি’ সিনেমা দেখে স্ত্রী মিশুর ভুল ভাঙে। অন্যদিকে দিনে কয়েকশ ফোন আসার কারণে মোবাইল নিয়েই ব্যস্ত থাকতে হয় সারা দিন।

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ ছবিতে রাজমিস্ত্রি ইজাজুলের নম্বরটি ব্যবহার করেন ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। এর একটি গানের শেষে শাকিব খানকে জড়িয়ে ধরে অপু বিশ্বাস বলেন, ‘এভাবে বারবার আমি আর কোনোদিন আমায় ছেড়ে চলে যেতে দেবো না আমার স্বপ্নের রাজকুমার।’

জবাবে শাকিব খান বলেন, ‘আমিও তোমাকে ছেড়ে যাব না আমার রাজকুমারী।’ তখন অপু ফের বলেন, ‘আমার ফেসবুক আইডি যে রাজকুমারী, তুমি জানলে কী করে?’ শাকিব আবার বলেন, ‘যেভাবে তুমি জানো আমার মোবাইল নম্বর ০১৭১৫…।’

ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই শাকিব খান মনে করে ইজাজুলকে ফোনের পর ফোন দিতে শুরু করেন শাকিবভক্তরা। এর মধ্যে নারীভক্তদের কলই বেশি। গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কল আসে বলে দাবি করেছেন ইজাজুল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজধানীর ১৫টি খাল খননে দূর হবে ৮০ শতাংশ জলাবদ্ধতা

শাকিব খানের বিরুদ্ধে মামলা রাজমিস্ত্রির

আপডেট টাইম : ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘রাজনীতি’ সিনেমায় মুঠোফোন নম্বর ব্যবহার করে হয়রানির অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রি ইজাজুল মিয়া (২৫)।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করা হয়।

ইজাজুল বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের মোবারক মিয়ার ছেলে। মামলার বাদী এই যুবক তিন আসামির কাছ থেকে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়েছেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ‘রাজনীতি’ সিনেমার প্রযোজক আশফাক আহমেদ ও পরিচালক বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ইজাজুল।

মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মজিদ জানান, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরটির গ্রাহক বাদী ইজাজুল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের মুঠোফোন নম্বর মনে করে অসংখ্য নারী-পুরুষ ইজাজুলকে ফোন করতে থাকেন। দেশ-বিদেশ থেকে শাকিবভক্তদের আসা এসব ফোনে অতিষ্ঠ হয়ে পড়েন বাদী ইজাজুল।

আইনজীবী মজিদ আরও জানান, ‘‌‌রাজনীতি’ চলচ্চিত্রে ইজাজুলের নম্বরটি দেওয়া হয়েছে শাকিব খানের নম্বর হিসেবে। পুরো নম্বরটি প্রকাশ হওয়ায় সবাই ইজাজুলকে মুঠোফোনে কল দিচ্ছেন। ফোন রিসিভ করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইজাজুল।

বাদী ইজাজুল মিয়া জানান, দেশ-বিদেশ থেকে আসা শাকিবভক্তদের ফোনে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। তিনি (ইজাজুল) শাকিব খান কি না, তা যাচাইয়ের জন্য তানিয়া নামের এক তরুণী কিছুদিন আগে খুলনা থেকে হবিগঞ্জ চলে আসেন। পরে সেই তরুণীকে গাড়িতে তুলে বিদায় দিয়েছেন তিনি। এই খবর শুনে তার (ইজাজুল) স্ত্রী রাগ করে।

ইজাজুল আক্ষেপ প্রকাশ করে জানান, তার স্ত্রীকে কিছুতেই বোঝানো যায়নি। নিজেকে নায়ক শাকিব খান পরিচয় দিয়ে পরনারীদের সঙ্গে সম্পর্ক গড়ার অভিযোগ এনে স্ত্রী মিশু আক্তার বাপের বাড়িতে চলে গেছে ১৭ মাস বয়সী একমাত্র শিশুকন্যা ইমুকে নিয়ে। পরে ‘রাজনীতি’ সিনেমা দেখে স্ত্রী মিশুর ভুল ভাঙে। অন্যদিকে দিনে কয়েকশ ফোন আসার কারণে মোবাইল নিয়েই ব্যস্ত থাকতে হয় সারা দিন।

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ ছবিতে রাজমিস্ত্রি ইজাজুলের নম্বরটি ব্যবহার করেন ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। এর একটি গানের শেষে শাকিব খানকে জড়িয়ে ধরে অপু বিশ্বাস বলেন, ‘এভাবে বারবার আমি আর কোনোদিন আমায় ছেড়ে চলে যেতে দেবো না আমার স্বপ্নের রাজকুমার।’

জবাবে শাকিব খান বলেন, ‘আমিও তোমাকে ছেড়ে যাব না আমার রাজকুমারী।’ তখন অপু ফের বলেন, ‘আমার ফেসবুক আইডি যে রাজকুমারী, তুমি জানলে কী করে?’ শাকিব আবার বলেন, ‘যেভাবে তুমি জানো আমার মোবাইল নম্বর ০১৭১৫…।’

ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই শাকিব খান মনে করে ইজাজুলকে ফোনের পর ফোন দিতে শুরু করেন শাকিবভক্তরা। এর মধ্যে নারীভক্তদের কলই বেশি। গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কল আসে বলে দাবি করেছেন ইজাজুল।