আইএসের প্রকাশিত ভিডিওতে তুষার নামে যে জঙ্গিকে বারবার নাশকতার হুমকি দিতে দেখা গিয়েছে সে আমার বন্ধু ছিল৷ আমরা একসঙ্গে ডাক্তারি পড়েছি৷ এমনই জানিয়ে দিলেন বাংলাদেশি সুপার মডেল নায়লা আলি নাঈম৷ ঢাকার গুলশনে ভয়াবহ জঙ্গি হানার ছয় দিনের মাথায় জন আরাফত ওরফে তুষার ও আরও দুই জঙ্গি বাংলাদেশে আবারও ভয়াবহ হামলার হুমকি দেয়৷ তারপরেই কিশোরগঞ্জে ঈদের নামাজে নাশকতা হয়েছে৷
হুমকি দাতা তিন জঙ্গির মধ্যে অন্যতম তুষার বাংলাদেশের ‘খোলামেলা সাহসী মডেল’ হিসেবে বিবেচিত নায়লা নাঈমের প্রাক্তন স্বামী৷ এমনই দাবি করেছে সেদেশের সংবাদ মাধ্যম৷ এতেই বিতর্কে জড়িয়েছেন নায়লা৷ জঙ্গি স্বামীর বৌ এই তকমা তুলে ফেলতে তৎপর হলেন তিনি৷ আইএস জঙ্গি তুষারকে একসময়ের বন্ধু হিসেবে স্বীকার করে নিলেও প্রাক্তন স্বামী-র প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন৷
নায়লা জানিয়েছেন, তুষার ও তিনি একসঙ্গে ডাক্তারি পড়েছেন৷ দুজনের বিষয় ছিল দন্ত চিকিৎসা৷ ‘আমরা অনেক কাছের বন্ধু ছিলাম। গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পরও আমাদের দুজনের যোগাযোগ হতো। গত তিন-চার বছর ধরে কোনও ধরনের যোগাযোগ ও সম্পর্ক ছিল না। সে এখন কী করছে, এ বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই। কিছু লোক ঘটনার থেকে অতিরিক্ত কিছু বানিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।’
বাংলাদেশি মডেলদের মধ্যে যেকজন সাহসী খোলামেলা ছবি দিয়ে বারবার প্রচারের আলোয় উঠে এসেছেন৷ তাদের মদ্যে নায়লা আলি নাঈম অন্যতম৷ আইএসের ভিডিওতে তার বন্ধু তুষারকে দেখা যেতেই সেদেশের গ্ল্যামার মহল তীব্র আলোড়িত৷ বাংলাদেশি রূপোলী জগতের (ঢালিউড) ধারণা, তুষারের সঙ্গে বন্ধুত্বের দায় মেটাতে বাজার কমবে নায়লার৷ -কলকাতা২৪