ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কে হচ্ছেন গোলমালের নায়িকা

‘গোলমাল’’ সিরিজের চতুর্থ ছবির শিগগিরই শ্যুটিং শুরু হয়ে যাবে। ছবিতে অজয় দেবগণ আরশাদ ওয়ারসি, শ্রেয়স তালপাড়ে এবং তুষার কাপরও থাকছেন। পরিচালক হিসেবে থাকছেন রোহিত শেট্টি। শুধু একজন নেই। তিনি কারিনা কাপুর খান।

তাহলে কারিনার জায়গায় কে আসছেন?

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, দীপিকা পাডুকোন এবং আলিয়া ভাট্টের নাম। সম্প্রতি আরশাদ ওয়ারসিকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, ‘হ্যাঁ, এই কথাটি ঠিক। এই দু’জনের যে কোনও একজনকে গোলমাল ৪-এ অভিনয় করতে দেখা যাবে। আমি এ নিয়ে আলোচনা শুনেছি। দীপিকা বা আলিয়ার মধ্যে যে কোনও একজনই যে এবারের নায়িকা হবেন, তা একপ্রকার চূড়ান্ত।’’ কবে থেকে শুরু হচ্ছে শ্যুটিং? আরশাদ জানিয়েছেন, ‘‘আমরা ডিসেম্বরের কোনও একসময়ে কাজ শুরু করব। এই পাগলের দলে কাজ করা সবসময়েই একটা অভিজ্ঞতা। অজয়, তুষার, শ্রেয়স— স্রেফ ভাবা যায় না। তবে বেবোকে মিস করব।’’

দু’জনের নাম ভাসলেও, দীপিকার দিকে পাল্লাটাই বেশি ভারি। কারণ ইতিমধ্যেই ‘‘চেন্নাই এক্সপ্রেস’’-এ রোহিতের সঙ্গে কাজ করেছেন দীপিকা পাডুকোন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কে হচ্ছেন গোলমালের নায়িকা

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬

‘গোলমাল’’ সিরিজের চতুর্থ ছবির শিগগিরই শ্যুটিং শুরু হয়ে যাবে। ছবিতে অজয় দেবগণ আরশাদ ওয়ারসি, শ্রেয়স তালপাড়ে এবং তুষার কাপরও থাকছেন। পরিচালক হিসেবে থাকছেন রোহিত শেট্টি। শুধু একজন নেই। তিনি কারিনা কাপুর খান।

তাহলে কারিনার জায়গায় কে আসছেন?

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, দীপিকা পাডুকোন এবং আলিয়া ভাট্টের নাম। সম্প্রতি আরশাদ ওয়ারসিকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, ‘হ্যাঁ, এই কথাটি ঠিক। এই দু’জনের যে কোনও একজনকে গোলমাল ৪-এ অভিনয় করতে দেখা যাবে। আমি এ নিয়ে আলোচনা শুনেছি। দীপিকা বা আলিয়ার মধ্যে যে কোনও একজনই যে এবারের নায়িকা হবেন, তা একপ্রকার চূড়ান্ত।’’ কবে থেকে শুরু হচ্ছে শ্যুটিং? আরশাদ জানিয়েছেন, ‘‘আমরা ডিসেম্বরের কোনও একসময়ে কাজ শুরু করব। এই পাগলের দলে কাজ করা সবসময়েই একটা অভিজ্ঞতা। অজয়, তুষার, শ্রেয়স— স্রেফ ভাবা যায় না। তবে বেবোকে মিস করব।’’

দু’জনের নাম ভাসলেও, দীপিকার দিকে পাল্লাটাই বেশি ভারি। কারণ ইতিমধ্যেই ‘‘চেন্নাই এক্সপ্রেস’’-এ রোহিতের সঙ্গে কাজ করেছেন দীপিকা পাডুকোন।