ঢাকা , রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সেই সময়টায় জীবনের অনেক বড় শিক্ষা পেয়েছি: মিথিলা

বাঙালী কণ্ঠ নিউজঃ বয়স ছাপ পড়েছে ঠিকই কিন্তু-তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর খানিকটা গুটিয়ে নিলেও পরবর্তীতে নিজেকে গুছিয়ে আবারও কাজে ফিরেছেন মিথিলা। ভক্তদের শোনালেন জীবনের সেই দুঃসময়ের অভিজ্ঞতা। ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, “যারা বিভিন্নভাবে আমাকে আঘাত করেছেন, প্রতারণা করেছেন, পেছন থেকে ছুরিকাঘাত করেছে ও অসময়ে আমাকে ছেড়ে চলে গেছেন তাদের ধন্যবাদ দিই।

সেই সময়টায় জীবনের অনেক বড় শিক্ষা পেয়েছি। তবে এই পরিস্থিতির কারণে আরো শক্তিশালী হতে পেরেছি। ”তিনি আরও লেখেন, “আমি প্রার্থনা করি, যারা আমার সঙ্গে এসব করেছে, সৃষ্টিকর্তা যেন তাদের ব্যক্তিগত জীবনে শান্তিতে রাখে।”বর্তমানে তিনি একটি এনজিও প্রতিষ্ঠানের ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান হিসেবে কর্মরত। সম্প্রতি শিশুদের কল্যাণের জন্য রেডিও স্বাধীন-এর ‘বেড়ে উঠার গল্প’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন।

পাশাপাশি অভিনয়েও নিয়মিত হয়েছেন। সম্প্রতি কলকাতার পার্থ সেনের পরিচালনায় ‘মুখোমুখি’ নামে এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা গৌরব চক্রবর্তী।গত বছরের ২০ জুলাই ১৬ বছরের সম্পর্কের ইতি ঘটিয়ে বিচ্ছেদের খবর জানান এ জুটি। দু’বছর প্রেম করে ২০০৬ সালের ৩ অগাস্ট বিয়ে করেন তাহসান-মিথিলা। ২০১৩ সালে এ দম্পতির ঘরে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান।তাহসান ও মিথিলা দুজনেই শিক্ষকতার পাশাপাশি সংগীত, অভিনয় ও মডেলিংয়ে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সেই সময়টায় জীবনের অনেক বড় শিক্ষা পেয়েছি: মিথিলা

আপডেট টাইম : ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ বয়স ছাপ পড়েছে ঠিকই কিন্তু-তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর খানিকটা গুটিয়ে নিলেও পরবর্তীতে নিজেকে গুছিয়ে আবারও কাজে ফিরেছেন মিথিলা। ভক্তদের শোনালেন জীবনের সেই দুঃসময়ের অভিজ্ঞতা। ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, “যারা বিভিন্নভাবে আমাকে আঘাত করেছেন, প্রতারণা করেছেন, পেছন থেকে ছুরিকাঘাত করেছে ও অসময়ে আমাকে ছেড়ে চলে গেছেন তাদের ধন্যবাদ দিই।

সেই সময়টায় জীবনের অনেক বড় শিক্ষা পেয়েছি। তবে এই পরিস্থিতির কারণে আরো শক্তিশালী হতে পেরেছি। ”তিনি আরও লেখেন, “আমি প্রার্থনা করি, যারা আমার সঙ্গে এসব করেছে, সৃষ্টিকর্তা যেন তাদের ব্যক্তিগত জীবনে শান্তিতে রাখে।”বর্তমানে তিনি একটি এনজিও প্রতিষ্ঠানের ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান হিসেবে কর্মরত। সম্প্রতি শিশুদের কল্যাণের জন্য রেডিও স্বাধীন-এর ‘বেড়ে উঠার গল্প’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন।

পাশাপাশি অভিনয়েও নিয়মিত হয়েছেন। সম্প্রতি কলকাতার পার্থ সেনের পরিচালনায় ‘মুখোমুখি’ নামে এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা গৌরব চক্রবর্তী।গত বছরের ২০ জুলাই ১৬ বছরের সম্পর্কের ইতি ঘটিয়ে বিচ্ছেদের খবর জানান এ জুটি। দু’বছর প্রেম করে ২০০৬ সালের ৩ অগাস্ট বিয়ে করেন তাহসান-মিথিলা। ২০১৩ সালে এ দম্পতির ঘরে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান।তাহসান ও মিথিলা দুজনেই শিক্ষকতার পাশাপাশি সংগীত, অভিনয় ও মডেলিংয়ে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।