দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষে একদিন বিরতি দিয়ে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি ও জামায়াত। আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এ অবরোধ। সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে একদিন বিরতি দিয়ে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে। ২৮ অক্টোবর মহাসমাবেশের পর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পরে গত রোববার থেকে ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। এই অবরোধ মঙ্গলবার ভোরে শেষ হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। এদিকে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সংগঠনটি ৮ ও ৯ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, সরকার একতরফা প্রহসনের নির্বাচন করে আবারও ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সরকারের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশে চলছে অবিচার-অনাচার। দুর্নীতি ও লুটপাট চলছে অবাধে। দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। বিরোধীদলের লোকদের ওপর যখন-তখন হামলা করা হচ্ছে। গণগ্রেপ্তার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে নেতাকর্মীদের বাড়িছাড়া করা হয়েছে। ঘরবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে অনেককে পথের ভিখারি বানানো হয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। বিবৃতিতে তিনি আরও বলেন, এ অবস্থা থেকে দেশকে বাঁচানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে কাল বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এদিকে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার এক বিবৃতিতে কর্নেল অলি বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন। কর্নেল অলি বলেন, গত ৫ ও ৬ নভেম্বর সমগ্র দেশব্যাপী আন্তরিকতার সাথে অবরোধ সফলভাবে পালন করায় আমি দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মেহেরবানি করে আগামীতেও আপনারা আমাদের সাথে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থানা ভবনজুড়ে ধ্বংসলীলার চিহ্ন
চাঁদপুরে বৃষ্টি-জলাবদ্ধতায় ১৯২ সড়ক ক্ষতিগ্রস্ত
মধ্যরাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় জামিন পেলেন বাবর
আরটিভিতে আজ (১২ সেপ্টেম্বর) যা দেখবেন
তিন মাসের সন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ, বাবা আটক
মারা গেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি
যেসব উপায়ে কোরআন থেকে উপকৃত হবেন
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের ভেন্যু চুড়ান্ত
প্রেসিডেনশিয়াল বিতর্ক: কমলায় কুপোকাত ট্রাম্প
একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপি-জামায়াতের
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- 82
Tag :
জনপ্রিয় সংবাদ