বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পদ্মার ওপারে দেশের সর্ববৃহৎ বিমানবন্দর নির্মাণ করা হবে। এই বিমানবন্দরের নাম হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। সেই লক্ষ্যে কাজ চলছে।
শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে বিমানবন্দরের জন্য চারটি জায়গা দেখা হয়েছে, যার মধ্যে থেকে একটি জায়গা নির্ধারণ করা হবে।’
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে এর ১৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।’
তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের ‘হাব’-এ পরিণত করা হবে, যেখানে বিভিন্ন দেশের বিমান এসে নামবে। এ জন্য সরকারের তৃতীয় টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে এই খাতে সাড়ে ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে।