বাঙালী কণ্ঠ নিউজঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার স্টেশনের হোম সিগন্যালের কাছে যমুনা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকে। পরে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে গফরগাঁওয়ের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার মো. আলাউদ্দিন জানান, সকালে যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে ময়মনসিংহের তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে সকাল ৯টার দিকে ট্রেনটি লাইনচ্যুত দুটি বগি রেখে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
স্টেশন মাস্টার আরও জানিয়েছেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতকাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি দুটি মেরামত করতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি।