বাঙালী কণ্ঠ নিউজঃ বৈরি আবহাওয়ায় রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের পরিচালককে বহণকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর সহ ছয়জনই সুস্থ আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হেলিকপ্টারের পাইলট গণমাধ্যমকে বলছেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।