বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার দিক থেকে এ বছর নয় মাসেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ৭ হাজার ৪৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে অন্তত ১৭ জন মারা গেছেন।
ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ (আইইডিসিআর) নামক প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। ২০০২ সালে এর আগে এক বছরে সর্বোচ্চ ৬ হাজার ২৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
সচেতনার অভাবসহ বিভিন্ন কারণে সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা বলছেন, এই রোগে আক্রান্তদের বেশির ভাগই শিশু। কারণ প্রাপ্ত বয়স্কদের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণে এ পর্যন্ত তারা ডেঙ্গু বাহক এডিস মশক নিধনে বসতবাড়িতে প্রায় ৫০ হাজার ঝুঁকিপূর্ণ কন্টেইনার ধ্বংস করা হয়েছে। এডিস মশা নিধনে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছি।
তবে আগের বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের ধরন ভিন্ন। তাই বিশেষজ্ঞদের কাছ থেকে এর কারণ জানার চেষ্টা করছেন বলেও জানান মেয়র সাঈদ খোকন।