বাঙালী কণ্ঠ নিউজঃ আবারও প্রশ্নপত্র ফাঁসের মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে ৫টি বিশেষ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি ও সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর সদস্য আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।
মুঠোফোনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব প্রস্তাবের কথা জানান।
তিনি বলেন, হাইয়াতুল উলয়ার পরীক্ষাকে প্রশ্নের উর্ধ্বে রাখতে আমার বেশ কয়েকটি প্রস্তাব রয়েছে। তাহলো,
ক. প্রতিটি জেলার শুধু একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া। ঢাকার মতো জেলাগুলোয় সর্বোচ্চ দুই বা তিনটি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা।
খ. মহিলাদের ক্ষেত্রেও পরীক্ষা কেন্দ্র সীমিত করে ফেলা।
গ. নেগরানদের (পরীক্ষা পরিদর্শক) তালিকা ঢেলে সাজানো। মুত্তাকি ও খোদাভীরু লোক দেখে হলের দায়িত্ব অর্পণ করা।
ঘ. প্রশ্ন তৈরি করবেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী এবং তা সংশোধন করবেন আল্লামা আশরাফ আলী। এর বাইরে আর কেউ প্রশ্ন দেখবেন না-বিষয়টি নিশ্চিত করা।
ঙ. পুরো বাংলাদেশকে কয়েকটি জোনে বিভক্ত করা এবং পরীক্ষার কয়েক ঘণ্টা পূর্বে সেখানে ই-মেইলের মাধ্যমে সেখানে প্রশ্নপত্র পাঠানো এবং সেখান থেকে প্রিন্ট দিয়ে প্রশ্নপত্র বিলি করা।
উল্লেখ্য, আল্লামা আনোয়ার শাহ-এর সঙ্গে সাংবাদিকদের কথা হয় গত ১৪ এপ্রিল রাতে। অনিবার্য কারণে তার প্রস্তাবনাগুলো তুলে ধরতে দেরি হলো। এজন্য পাঠকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।