ঢাকা , শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজকের দিনেই হত্যা করা হয়েছিলো নবাব সিরাজদৌল্লাকে

বাঙালী কণ্ঠ নিউজঃ ”কান্ডারী ,তব সন্মূখে ঐ পলাশীর প্রান্তর, বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর-” ২ জুলাই ১৭৫৭ সালে বাংলা-বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা নিহত হন। পলাশীর যুদ্ধে তাঁর পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়।

মীরজাফর, রাজবল্লভ, জগৎশেঠের বিশ্বাসঘাতকতার ফলে তিনি পলাশীর যুদ্ধে ১৭৫৭ সালের ২৩ শে জুন তারিখে পরাজিত এবং পরবর্তিতে মীরজাফরের সৈন্যদের হাতে বন্দী হন। মীরজাফরের আদেশে তাঁর পুত্র মিরনের তত্ত্বাবধানে মুহম্মদি বেগ নামের এক ঘাতক সিরাজদ্দৌলাকে হত্যা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

আজকের দিনেই হত্যা করা হয়েছিলো নবাব সিরাজদৌল্লাকে

আপডেট টাইম : ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ ”কান্ডারী ,তব সন্মূখে ঐ পলাশীর প্রান্তর, বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর-” ২ জুলাই ১৭৫৭ সালে বাংলা-বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা নিহত হন। পলাশীর যুদ্ধে তাঁর পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়।

মীরজাফর, রাজবল্লভ, জগৎশেঠের বিশ্বাসঘাতকতার ফলে তিনি পলাশীর যুদ্ধে ১৭৫৭ সালের ২৩ শে জুন তারিখে পরাজিত এবং পরবর্তিতে মীরজাফরের সৈন্যদের হাতে বন্দী হন। মীরজাফরের আদেশে তাঁর পুত্র মিরনের তত্ত্বাবধানে মুহম্মদি বেগ নামের এক ঘাতক সিরাজদ্দৌলাকে হত্যা করে।