আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে মনে হয় তার গরু হারিয়েছে তাই তিনি আবোল তাবোল বকছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত ‘ঢাকা মহানগর উত্তরের কর্মী-২০১৭’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গরু হারানোর একটি গল্প উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, মানুষের গরু হারালে যেমন সন্তানকে ভাই ডাকে, আবোল-তাবোল বকে ঠিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা শুনেও মনে হচ্ছে তার গরু হারিয়েছে। কারণ তিনিও আবোল-তাবোল বকছেন।
ঢাকা মহানগর বিএনপি (উত্তর) এর সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, দক্ষিণের সভাপতি হাবিব উন নবী সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।