বিএনপির ভিশন-২০৩০ রূপকল্প ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। আর এ জন্য চলছে শেষ মুহূর্তের ঘষামাজা।
গতকাল রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভিশন-২০৩০ নিয়ে বিশদ আলোচনা করা হয়। এরই আলোকে আজ সকাল সোয়া দশটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভিশন ২০৩০ রূপকল্পের সর্বশেষ সম্পাদনার কাজ শুরু করা হয়।
এই সম্পাদনার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান এবং সাবেক আমলা ইসমাইল হোসেন জবিউল্লাহ গুলশান কার্যালয়ে আসেন বলে সূত্র জানায়।
সূত্র জানায়, সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকটি রাত সোয়া নয়টা থেকে শুরু হয়ে রাত সোয়া দুইটা পর্যন্ত চলে। এ বৈঠকে ভিশন-২০৩০ নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি আগামী নির্বাচন এবং রাজনৈতিক সর্বশেষ অবস্থান নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সম্প্রতি সরকার ও আদালতের মধ্যে বাক্য বিনিময় নিয়ে নিজেদের কৌশল নিয়ে আলোচনা করেন। এ সময়ে সিদ্ধান্ত নেয়া হয়, আদালতের বিষয়ে বিএনপির কোনো অবস্থান নেয়া যাবে না।
এমনকি প্রধান বিচারপতির বক্তব্যকে সাধুবাদ জানিয়ে কোনো অবস্থান নেয়া যাবে না। আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা করা হয় ওই বৈঠকে। নির্বাচনকে টার্গেট করে দলের ঐক্য এবং নেতাকর্মীদের সাথে সম্পর্ক জোরদার করার জন্য একটি সেল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।