লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে জনগণকে ন্যায়বিচার দেওয়া। মজলুম মানুষের পাশে দাঁড়ানো তাদের কাজ। কোনো দলের দালালি করা তাদের কাজ নয়। কিন্তু বর্তমান বিচার বিভাগ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে সাজা প্রদান করে যাচ্ছে। ক্ষমতা পাকাপোক্ত করতে দেওয়া হচ্ছে এসব রায়। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রেদোয়ান আহমেদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এলডিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। অলি বলেন, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নিয়ে বিএনপি ও বিরোধী দলের মামলা সচল রেখে অন্যায়ভাবে তাদের সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে যে রায় দিয়েছে তা অন্যায়ভাবে দিয়েছে। আদালত রেদোয়ান আহমেদের কোনো স্বাক্ষীর বক্তব্য গ্রহণ করেনি। এ রায় প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, বিরোধী দলের নেতাদের নামে সরকার যে লাখ লাখ মামলা দিয়েছে তা সম্পূর্ণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখার পরিণতি ভালো হবে না। সরকারের সময় শেষ। এরা দেশের অর্থনীতি ধ্বংস করেছে। বিচার বিভাগ ধ্বংস করেছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এদের শাস্তি পেতেই হবে। এলডিপির ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, সাকলায়েন, উপদেষ্টা মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।
সংবাদ শিরোনাম :
আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা
গাড়ি চালানোর সময় পায়ে নরম কিছুর অনুভব, তাকিয়ে দেখেন বিষধর সাপ
ডেমরায় ব্যবসায়ীর চোখ উপরে ফেলায় ৫ আসামির যাবজ্জীবন
হৃদরোগে আক্রান্ত সংগীতশিল্পী তপন চৌধুরী
বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন
সন্তানের নাম প্রকাশ্যে আনলেন রোহিতের স্ত্রী
অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে, তবে
পদ্মায় ধরা পড়া ৫২ কেজির বাঘাইড় ৭৩ হাজারে বিক্রি
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ তামিমের দৃঢ়তায় সেমিফাইনালে বাংলাদেশ
বিরোধী নেতাদের নামে মামলা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য: অলি
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- 92
Tag :
জনপ্রিয় সংবাদ