ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ের নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক

বাঙালী কণ্ঠ  নিউজঃ  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা জোরদার নিয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা মেট্রোপলিটন (রমনা বিভাগ) পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন  বৈঠকের বিষয়টি বাঙালী কণ্ঠকে নিশ্চিত করেন।

জানা গেছে, গত সোমবার (১৭ জুলাই) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গোয়েন্দা প্রধান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন ও ঢাকা মেট্রোপলিটন (রমনা বিভাগ) পুলিশের উপ কমিশনার সর্দার মারুফ হোসেন বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন আওয়ামী লীগ নেতা বাঙালী কণ্ঠকে বলেন, ‘সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সূত্র ধরে নিরাপত্তা বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা  আমাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা  আমাদের সতর্ক থাকার পরামর্শ দেন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ উপ-কমিশনার মারুফ হোসেন  বাঙালী কণ্ঠকে বলেন, ‘আমরা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে গিয়েছি নিয়মিত নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে। ওই সময় ওখানে কয়েকজন নেতার সঙ্গে কথা হয়েছে।’

জানতে চাইলে মাহাবুবউল আলম হনিফ বাঙালী কণ্ঠকে বলেন, ‘রুটিন কাজে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্য আওয়ামী লীগ কার্যালয়ে এসেছেন। এছাড়া আর কিছু নয়।’

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বাঙালী কণ্ঠকে বলেন, ‘কার্যালয়ে নিরাপত্তা মঙ্গলবার থেকে একটু বাড়ানো হয়েছে।’ তবে কেন এই নিরাপত্তা বাড়ানো হয়েছে, সে সম্পর্কে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আ. লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ের নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক

আপডেট টাইম : ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ  নিউজঃ  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা জোরদার নিয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা মেট্রোপলিটন (রমনা বিভাগ) পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন  বৈঠকের বিষয়টি বাঙালী কণ্ঠকে নিশ্চিত করেন।

জানা গেছে, গত সোমবার (১৭ জুলাই) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গোয়েন্দা প্রধান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন ও ঢাকা মেট্রোপলিটন (রমনা বিভাগ) পুলিশের উপ কমিশনার সর্দার মারুফ হোসেন বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন আওয়ামী লীগ নেতা বাঙালী কণ্ঠকে বলেন, ‘সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সূত্র ধরে নিরাপত্তা বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা  আমাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা  আমাদের সতর্ক থাকার পরামর্শ দেন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ উপ-কমিশনার মারুফ হোসেন  বাঙালী কণ্ঠকে বলেন, ‘আমরা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে গিয়েছি নিয়মিত নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে। ওই সময় ওখানে কয়েকজন নেতার সঙ্গে কথা হয়েছে।’

জানতে চাইলে মাহাবুবউল আলম হনিফ বাঙালী কণ্ঠকে বলেন, ‘রুটিন কাজে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্য আওয়ামী লীগ কার্যালয়ে এসেছেন। এছাড়া আর কিছু নয়।’

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বাঙালী কণ্ঠকে বলেন, ‘কার্যালয়ে নিরাপত্তা মঙ্গলবার থেকে একটু বাড়ানো হয়েছে।’ তবে কেন এই নিরাপত্তা বাড়ানো হয়েছে, সে সম্পর্কে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।