ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা পরিষদ নির্বাচনে যে কারণে নৌকা প্রতীক দেবে না আওয়ামী লীগ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার কথা আগেই জানিয়েছিল আওয়ামী লীগ। এবার এর কারণ জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার জন্য বিএনপিকেই পস্তাতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির হুমকি-ধামকিতে কারও ভ্রুক্ষেপ নেই। এগুলো অসাড়, ফাঁকা বুলি বেলুনের মতো চুপসে যাবে। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের শক্তি কারও নেই। আমরা দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের মূল্যের বিষয়টি বিশেষ নজর দিচ্ছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচনে ৪১ ভাগের বেশি ভোটার অংশগ্রহণ করেছে, সেখানে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সাংবিধানিক বিধান মেনে জাতীয় সংসদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন সংসদের উদ্বোধনী দিন (৩০ জানুয়ারি) যেদিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই দিনটিতে যারা কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপির দলীয় অফিস কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। তাদের নেতাদের বাড়িও কালো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উপজেলা পরিষদ নির্বাচনে যে কারণে নৌকা প্রতীক দেবে না আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার কথা আগেই জানিয়েছিল আওয়ামী লীগ। এবার এর কারণ জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার জন্য বিএনপিকেই পস্তাতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির হুমকি-ধামকিতে কারও ভ্রুক্ষেপ নেই। এগুলো অসাড়, ফাঁকা বুলি বেলুনের মতো চুপসে যাবে। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের শক্তি কারও নেই। আমরা দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের মূল্যের বিষয়টি বিশেষ নজর দিচ্ছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচনে ৪১ ভাগের বেশি ভোটার অংশগ্রহণ করেছে, সেখানে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সাংবিধানিক বিধান মেনে জাতীয় সংসদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন সংসদের উদ্বোধনী দিন (৩০ জানুয়ারি) যেদিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই দিনটিতে যারা কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপির দলীয় অফিস কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। তাদের নেতাদের বাড়িও কালো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।