ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সরকারদলীয় ছাত্র নেতারা অনৈতিক কর্মকাণ্ড করছে: জি এম কাদের

রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্রছায়ায় সরকারদলীয় ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। স্কুল-কলেজ থেকে ডিগ্রি অর্জন করলেও ছাত্ররা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সেহেবগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।

অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের শিক্ষাখাতে আবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষারমান বাড়ছে না। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে। ’

‘আমাদের শিক্ষার্থীরা স্কুল-কলেজে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করছে ঠিকই, কিন্তু যাচাই-বাছাই করলে সার্টিফিকেটের সঙ্গে সেই জ্ঞানের মিল পাওয়া যায় না। আবার ডিগ্রি অর্জন করলেও তারা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না’, অভিযোগ করেন বিরোধীদলীয় এ নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকারদলীয় ছাত্র নেতারা অনৈতিক কর্মকাণ্ড করছে: জি এম কাদের

আপডেট টাইম : ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্রছায়ায় সরকারদলীয় ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। স্কুল-কলেজ থেকে ডিগ্রি অর্জন করলেও ছাত্ররা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সেহেবগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।

অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের শিক্ষাখাতে আবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষারমান বাড়ছে না। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে। ’

‘আমাদের শিক্ষার্থীরা স্কুল-কলেজে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করছে ঠিকই, কিন্তু যাচাই-বাছাই করলে সার্টিফিকেটের সঙ্গে সেই জ্ঞানের মিল পাওয়া যায় না। আবার ডিগ্রি অর্জন করলেও তারা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না’, অভিযোগ করেন বিরোধীদলীয় এ নেতা।