বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিনের নেতৃত্বে সোমবার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৩ টি স্পটে নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রতি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে মোট ২০০ টি পরিবারকে ২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ছাত্রদলের লোগো সংবলিত খামে করে প্রত্যেকের হাতে এ টাকা তুলে দেওয়া হয়।
এ সময় তাদের সাথে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা।
এসময় ইসহাক সরকার ও বায়েজিদ আরেফিন জানান, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন তাই সিনিয়র নেতারা দিনরাত পরিশ্রম করছেন, আমরা ও আমাদের যথাসাধ্য সামর্থ্য নিয়ে ছুটে এসেছি। ভবিষ্যতেও আমরা সাধ্যমত নিজেদের সম্পৃক্ত রাখবো।