বাঙালী কণ্ঠ নিউজঃ প্রায় এক মাস পর আজ মন্ত্রিসভার বৈঠক হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সাধারণ পরিষদে যোগ দিতে গত মাসে যুক্তরাষ্ট্র সফর করেন। যে কারণে দুই সপ্তাহ মন্ত্রিসভার কোনো বৈঠক হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি। এর পাশাপাশি তিনি রাষ্ট্রীয় কাজে বেশকিছু সময় ব্যস্ত থাকেন। এ ছাড়াও ব্যক্তিগত চিকিৎসার কারণে কয়েকদিন বিশ্রাম নিলেও, সেখানে বসেই অনেক গুরুত্বপূর্ণ ফাইল সই করেন।
গত সপ্তাহে তিনি দেশে ফিরে প্রথমে ৯ অক্টোবর সোমবার মন্ত্রিসভা বৈঠকের আহ্বান করেন। কিন্তু অনিবার্যকারণবশত সেদিন আর বৈঠক হয়নি। তবে এর আগেই নতুন তারিখ নির্ধারণ করা হয়। যা ছিল ১২ অক্টোবর বৃহস্পতিবার। কিন্তু সেদিনও বৈঠক হয়নি। শেষমেশ ১৬ অক্টোবর অর্থাৎ আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। আর বৈঠকটি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে নির্ধারিত ১০টি এজেন্ডা থাকলেও, অনেকদিন পর প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেকে প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিন্হার বিদেশ চলে যাওয়া নিয়ে প্রসঙ্গ উপস্থাপন করতে পারেন। একই সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত করার জন্য প্রস্তাব করা হতে পারে। তবে বৈঠকের এজেন্ডার বাইরে প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘে জোরালো উপস্থাপনার জন্য ধন্যবাদ প্রস্তাব আনতে পারে। রোহিঙ্গার ব্যাপারে সরকারের কার্যক্রম তুলে ধরা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে কি আলোচনা হতে পারে তার রূপরেখা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ঘুরেফিরে প্রধান বিচারপতি ও বিচারপতিকে নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের সমালোচনাও এজেন্ডার বাইরে আলোচনা মুখ্য হতে পারে।
জানা গেছে, ১০টি এজেন্ডার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ হলেও, বাকি এজেন্ডাগুলো মন্ত্রীদের বিদেশ সফরের অবহিত করা। যা মন্ত্রিসভাকে জানানো বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রিসভার বৈঠক কতক্ষণ চলবে তা প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে।