ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিইসির পদত্যাগ চাইলেন কাদের সিদ্দিকী

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির সঙ্গে সংলাপে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠাতা বলে সিইিসির দেয়া বক্তব্যের প্রতিবাদ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এই বক্তব্য প্রত্যাহার না করলে সিইসির পদত্যাগ দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইসির সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ সংলাপ বয়কট করেছে বলেও জানিয়ে দেন বঙ্গবীর।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সিইসি সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে, ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের হাতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে বলে মন্তব্য করেন সিইসি কেএম নুরুল হুদা।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করে সিইসি বলেন, ‘বহুমত, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করে। জিয়াউর রহমান ছয় বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তার মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়।’

তিনি বলেন, ‘১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি প্রায় নয় বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছে। পরে ১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে।’

কাদের সিদ্দিকীর দাবি তারা আড়াই ঘণ্টা সংলাপ করার পর এই বক্তব্যের প্রতিবাদে সংলাপ বয়কট করেন। কাদের সিদ্দিকী বলেন, আজকের সংলাপে কৃষক জনতা লীগের পক্ষ থেকে সিইসির ওই বক্তব্যের জবাব চাওয়া হয়েছিল।

উত্তরে সিইসি বলেন, কোনো দলের সঙ্গে সংলাপের আগে সেই দলের ওয়েরসাইট পর্যবেক্ষণ করা হয়। এবং সংলাপের শুরুতে তা তাদের সামনে উপস্থাপন করা হয়। রবিবার বিএনপির সঙ্গে সংলাপে তাদের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্যই উপস্থাপন করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সিইসির পদত্যাগ চাইলেন কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির সঙ্গে সংলাপে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠাতা বলে সিইিসির দেয়া বক্তব্যের প্রতিবাদ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এই বক্তব্য প্রত্যাহার না করলে সিইসির পদত্যাগ দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইসির সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ সংলাপ বয়কট করেছে বলেও জানিয়ে দেন বঙ্গবীর।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সিইসি সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে, ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের হাতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে বলে মন্তব্য করেন সিইসি কেএম নুরুল হুদা।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করে সিইসি বলেন, ‘বহুমত, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করে। জিয়াউর রহমান ছয় বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তার মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়।’

তিনি বলেন, ‘১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি প্রায় নয় বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছে। পরে ১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে।’

কাদের সিদ্দিকীর দাবি তারা আড়াই ঘণ্টা সংলাপ করার পর এই বক্তব্যের প্রতিবাদে সংলাপ বয়কট করেন। কাদের সিদ্দিকী বলেন, আজকের সংলাপে কৃষক জনতা লীগের পক্ষ থেকে সিইসির ওই বক্তব্যের জবাব চাওয়া হয়েছিল।

উত্তরে সিইসি বলেন, কোনো দলের সঙ্গে সংলাপের আগে সেই দলের ওয়েরসাইট পর্যবেক্ষণ করা হয়। এবং সংলাপের শুরুতে তা তাদের সামনে উপস্থাপন করা হয়। রবিবার বিএনপির সঙ্গে সংলাপে তাদের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্যই উপস্থাপন করা হয়েছিল।