বাঙালী কণ্ঠ নিউজঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাইকে এক জোট বাঁধার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সেই ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে।
সোমবার নেত্রকোণার কেন্দুয়ায় গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাশাঁটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
বিকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান ভুঁইয়া ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া, পৌর মেয়র আসাদুল হক ভুঁইয়া।
অসীম কুমার উকিল তার বক্তব্যে বলেন, আমরা হয়ত জনপ্রতিনিধি হতে পারিনি, এমপি হতে পারিনি। তবে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে রাস্তাঘাটের উন্নয়নে বেকার সমস্যা দূরীকরণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করে যাব।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে আমি আপনাদের পাশে রয়েছি। রাজনৈতিক দক্ষতায় যা যা করা দরকার তাই করব।