বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাওয়ার সময় বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করেছে রমনা থানা পুলিশ।
বৃহস্পতিবার রমনা থানা এলাকার সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।
ওসি বলেন, খালেদা জিয়ার মুভমেন্টের সময় ওই ছয়জন মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে।
তবে আটককৃতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি ওসি। তিনি বলেন, ‘বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।