বাঙালী কণ্ঠ নিউজঃ রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সমঝোতার উদ্যোগ নির্বাচন কমিশন (ইসি) নেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশেষজ্ঞ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক সংস্থা, নারীনেত্রী, নির্বাচন বিশেষজ্ঞসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও সংস্থার সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন।