বাঙালী কণ্ঠ নিউজঃ খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় আওয়ামী লীগের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন ফেনী জেলা আওয়ামী লীগ। বুধবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ফেনী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দাবি করেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
লিখিত বক্তব্যে নিজাম হাজারী বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও গাড়ীতে আগুনের ঘটনা ঘটেছে। এর সাথে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী জড়িত নয়।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন প্রমুখ।