বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধটা রাজনৈতিক কর্তব্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু । তিনি বলেন, যারা জঙ্গী দমনের যুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা জঙ্গি দমনের সাফল্যকে আটকাতে চাচ্ছেন।
বুধবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণমানুষের সাথে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মত জঙ্গিদেরও তিনি বাঁচাতে পারবেন না। ‘জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। বরং আত্মস্বীকৃত জঙ্গিদের বঙ্গবন্ধুর খুনী এবং যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার হবে, সাজা হবে’- বলেন তথ্যমন্ত্রী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সর্ম্পকে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি হিসেবে তার দলকে গোছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সাথে নির্বাচনের সময় হের ফের হওয়ার কোনো সর্ম্পক নেই। নির্বাচন যথাসময়ে সাংবিধানিকভাবেই হবে কেউ তা আটকাতে পারবে না।
এর আগে তথ্যমন্ত্রী ভেড়ামারায় হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নিমিত ভবনের উদ্বোধন করেন।