‘এক নেতার এক পদ’ নীতি মেনে নিজের পছন্দের পদটি রেখে অন্য পদ ছেড়ে দিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। কিন্তু আশিফা আশরাফি পাপিয়া দুটো পদই ছেড়ে দিয়েছেন।
নতুন কমিটির স্ব-নির্ভর বিষয়ক
পদ থেকে পদত্যাগ করে মহিলা দলের সাধারণ সম্পাদকের পদটি রেখেছেন শিরিন সুলতানা।
নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক- দুটি থেকেই পদত্যাগ করেছেন আশিফা আশরাফি পাপিয়া।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মঙ্গলবার গুলশান কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।