মোঃ সাইফুল ইসলামঃ নেতাকর্মীদের নিজের ‘প্রটোকল’ এর নামে পিছনে ছোটাতে চান না। তবে নৈতিক-যৌক্তিক প্রয়োজন, বিপদে-আপদ ও দুঃসময়ে নেতাকর্মীদের কাছে ছুটে যেতে চান ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
বুধবার (১৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে এ কথা জানিয়েছেন তিনি।
তিনি নেতাকর্মীদের কাছে প্রত্যাশা করে লিখেছেন, নেতার পিছনে অহেতুক ছোটাছুটি না করে স্ব স্ব ইউনিটে ইতিবাচক কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে, ব্যক্তিত্ববোধ নিয়ে রাজনীতি করুক প্রতিটি ছাত্রলীগ। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন কামনাও করেন তিনি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্ট্যাস্টাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য তুলে ধরা হল:
‘আমি দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক কর্মী হিসেবে, কভু নেতা হয়ে সামনে নয়, সদা ভাই হয়ে তোমাদের পাশে থাকতে চাই। ছাত্রলীগ কর্মীদের নৈতিক-যৌক্তিক প্রয়োজনে, বিপদে-আপদে, দুঃসময়ে ছুটে যেতে চাই; ‘প্রটোকল’ এর নামে পিছনে ছোটাতে চাই না।
নেতার পিছনে অহেতুক ছোটাছুটি না করে স্ব স্ব ইউনিটে ইতিবাচক কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে, ব্যক্তিত্ববোধ নিয়ে রাজনীতি করুক প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মী, এই প্রত্যাশা।
ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন কামনায়…