বাঙালী কণ্ঠ নিউজঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগামী ১৮ এপ্রিল দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ওবায়দুল কাদের এখন পুরোপুরি সুস্থ। সর্বশেষ চেকআপ করার পর তিনি ১৮ এপ্রিল দেশে ফিরতে পারেন। এর আগে ৫ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল তাকে রিলিজ দেয়।
রিলিজের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থেকে যান কাদের। গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।
সেখানে চিকিৎসকরা এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান। উন্নত চিকিৎসার জন্য পরের দিন ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ২০ মার্চ সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।