বাঙালী কণ্ঠ ডেস্কঃ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তার অসাধারণ ব্যাটে ভর করে প্রথমবারের মতো আইসিসির মেগা ইভেন্টে সেমিফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।চার ম্যাচে ব্যাট হাতে তিনি করেছেন ২৯৩ রান।
ভালো খেলার ফলও পেয়েছেন তামিম। আইসিসির ওয়ানডেতে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগোলেন টাইগার এই ওপেনার। বর্তমানে তামিমের অবস্থান ১৬তম। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান নেই সেরা বিশে। মুশফিকুর রহীম আছেন ২১তম স্থানে। আর সাকিব আল হাসানের অবস্থান ৩০তম। বিরাট কোহলি আছেন শীর্ষেই।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ১৫তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। বোলিংয়ে সাকিবের অবস্থান ১৯তম। মোস্তাফিজুর রহমান রয়েছেন ২৯ নম্বরে। বোলিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।
অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তৃতীয় স্থান দখলে রেখেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























