ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার পাহাড় গড়েছেন তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না জাতিসংঘ অধিবেশন নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে ড. ইউনূসের বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন ইলিশের দাম কমছে না কেন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

স্ত্রীকে লুকিয়ে অন্য নারীর ঘরে সিটি তারকার ২ সন্তান, ফুটবলবিশ্বে তোলপাড়

সময়ের অন্যতম সেরা ফুলব্যাক ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটির কাইল ওয়াাকার। গত মৌসুমেও সিটিতে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রেখেছেন এই ডিফেন্ডার। সংসারজীবনেও স্ত্রী অ্যানি কিলনার ও তিন সন্তান নিয়ে সুখেই ছিলেন তিনি। তবে হঠাৎ করেই শুরু হয় অশান্তি। ফাঁস হয়, স্ত্রীর বাইরেও লরিন গুডম্যান নামে ‘রিয়েলিটি স্টার’ তারকার ঘরে দুই সন্তান আছে ওয়াকারের।

এই মাসের শুরুতে প্রতারণতার অভিযোগ এনে ওয়াকারের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন স্ত্রী অ্যানি। ওয়াকারকে বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন তিনি।

এরপর গণমাধ্যম দ্য সানের কাছে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চান ওয়াকার। ওয়াকার পুরো ঘটনাটিকে তার ‘নির্বোধ পছন্দ’ ও ‘বোকামি’ বলে উল্লেখ করেছেন। ম্যানসিটি তারকা লরিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছেন, তিনি এবং লরিন কখনো সম্পর্কে ছিলেন না। মূলত, ‘ওয়ান নাইট স্টান্ডের’ ফলাফল হিসেবে আলোর মুখ দেখেছে তাদের দুই সন্তান।

ওয়াকার বলেছেন, ‘আমি যা করেছি তা ভয়ঙ্কর এবং আমি সম্পূর্ণভাবে দায়ী। আমি নির্বোধ ও বোকার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবতেও বা চিন্তাও করতে পারি না অ্যানি (স্ত্রী) কিসের মধ্য দিয়ে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি কিন্তু তার মনে ব্যাথা ও আঘাত আছে।’

সিটি ডিফেন্ডারের এমন সাক্ষাৎকারে ক্রুদ্ধ হয়েছেন লরিন। ওয়াকারকে ‘প্রতারক’ বলে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, ওয়াকারের সঙ্গে ‘দীর্ঘদিনের, অন্তরঙ্গ, প্রেমময় এবং স্নেহপূর্ণ সম্পর্ক’ ছিল তার।

লরিনের মুখপাত্র ডেইলি মেইল অনলাইনকে বলেছেন, ‘লরিন তার দুই সন্তানের পিতা কাইল ওয়াকারের সংবাদপত্রকে দেওয়া একটি সাক্ষাৎকার সম্পর্কে অবগত আছেন।’ জানান, ওয়াকার যা বলেছেন, সেটি সত্য নয়। বড় ফুটবলার হওয়ায় প্রভাব ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তিনি।

যদিও ওয়াকারের একজন মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, ‘লরিনকে নিয়ে কাইল (ওয়াকার) সম্পূর্ণ সত্য তথ্য বলেছেন।… আত্মপ্রচার এবং আর্থিক লাভের সুযোগ খোঁজা লরিন গণমাধ্যমে যেসব বানোয়াট ও অসত্য গল্প প্রচার করছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

টাকার পাহাড় গড়েছেন তারা

স্ত্রীকে লুকিয়ে অন্য নারীর ঘরে সিটি তারকার ২ সন্তান, ফুটবলবিশ্বে তোলপাড়

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

সময়ের অন্যতম সেরা ফুলব্যাক ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটির কাইল ওয়াাকার। গত মৌসুমেও সিটিতে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রেখেছেন এই ডিফেন্ডার। সংসারজীবনেও স্ত্রী অ্যানি কিলনার ও তিন সন্তান নিয়ে সুখেই ছিলেন তিনি। তবে হঠাৎ করেই শুরু হয় অশান্তি। ফাঁস হয়, স্ত্রীর বাইরেও লরিন গুডম্যান নামে ‘রিয়েলিটি স্টার’ তারকার ঘরে দুই সন্তান আছে ওয়াকারের।

এই মাসের শুরুতে প্রতারণতার অভিযোগ এনে ওয়াকারের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন স্ত্রী অ্যানি। ওয়াকারকে বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন তিনি।

এরপর গণমাধ্যম দ্য সানের কাছে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চান ওয়াকার। ওয়াকার পুরো ঘটনাটিকে তার ‘নির্বোধ পছন্দ’ ও ‘বোকামি’ বলে উল্লেখ করেছেন। ম্যানসিটি তারকা লরিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছেন, তিনি এবং লরিন কখনো সম্পর্কে ছিলেন না। মূলত, ‘ওয়ান নাইট স্টান্ডের’ ফলাফল হিসেবে আলোর মুখ দেখেছে তাদের দুই সন্তান।

ওয়াকার বলেছেন, ‘আমি যা করেছি তা ভয়ঙ্কর এবং আমি সম্পূর্ণভাবে দায়ী। আমি নির্বোধ ও বোকার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবতেও বা চিন্তাও করতে পারি না অ্যানি (স্ত্রী) কিসের মধ্য দিয়ে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি কিন্তু তার মনে ব্যাথা ও আঘাত আছে।’

সিটি ডিফেন্ডারের এমন সাক্ষাৎকারে ক্রুদ্ধ হয়েছেন লরিন। ওয়াকারকে ‘প্রতারক’ বলে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, ওয়াকারের সঙ্গে ‘দীর্ঘদিনের, অন্তরঙ্গ, প্রেমময় এবং স্নেহপূর্ণ সম্পর্ক’ ছিল তার।

লরিনের মুখপাত্র ডেইলি মেইল অনলাইনকে বলেছেন, ‘লরিন তার দুই সন্তানের পিতা কাইল ওয়াকারের সংবাদপত্রকে দেওয়া একটি সাক্ষাৎকার সম্পর্কে অবগত আছেন।’ জানান, ওয়াকার যা বলেছেন, সেটি সত্য নয়। বড় ফুটবলার হওয়ায় প্রভাব ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তিনি।

যদিও ওয়াকারের একজন মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, ‘লরিনকে নিয়ে কাইল (ওয়াকার) সম্পূর্ণ সত্য তথ্য বলেছেন।… আত্মপ্রচার এবং আর্থিক লাভের সুযোগ খোঁজা লরিন গণমাধ্যমে যেসব বানোয়াট ও অসত্য গল্প প্রচার করছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করব না।’