ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের : ধর্ম উপদেষ্টা টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিনটনের কলামে ড. ইউনূসকে নিয়ে প্রশংসা বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যে চ্যানেলে টিপ-কাণ্ডে তিন বছর পর মামলা কেনিয়ায় চা-বাগান নিয়ে স্থানীয় ও বিদেশি এস্টেটগুলোর দ্বন্দ্ব, ক্ষতির মুখে শিল্প প্রতিদিন একটি কলা খাওয়া কাদের জন্য জরুরি মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা, আলাদা হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি

হেরেও বিএমডব্লিউ পাচ্ছেন মিতালি

বাঙালী কণ্ঠ নিউজঃ  পারল না ভারত। প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল তাদের। শ্রাবসোল ঝড়ে বদলে গেল সব। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে চুরমার করে দিলেন এই ইংলিশ তারকা। ভারত হারল ৯ রানে আর চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড।

তবুও ভারতের নেই আফসোস। উল্টো একের পর এক পুরস্কার ঘরে তুলছেন মিতালিরা। দেশে ফেরার পরেই হাতে পাবেন বিএমডব্লিউর চাবি। ভারতীয় নারী দলের কাপ্তানকে গাড়িটি উপহার হিসেবে দেবেন তেলেঙ্গানা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি ভি চামুন্ডেশ্বরনাথ।

‘ভারতের ক্রিকেটে মিতালি রাজ এক উজ্জ্বল নক্ষত্র। হয়তো ভারত শিরোপা জিততে পারেনি। তাতে আমরা ততটা হতাশ নই। মিতালির ঝকঝকে নৈপুণ্যের প্রতি সম্মান জানিয়ে তাকে বিএমডব্লিউ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার।’

প্রসঙ্গত, নারী বিশ্বকাপের ফাইনালে ঝুলন গোস্বামীর দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ২২৮ রানে আটকে দেয় ভারত। একাই তিন উইকেট নেন ঝুলন। জবাবে ২১৯ রানেই অলআউট হয়ে যায় ভারত। তৃতীয় উইকেট জুটিতে পুনম রাউত এবং হারমানপ্রীত কৌর মিলে দলকে ৯৫ রানের জুটি উপহার দেন। তবুও পারল না ভারত। শেষ দিকে এসে সব এলোমেলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

হেরেও বিএমডব্লিউ পাচ্ছেন মিতালি

আপডেট টাইম : ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  পারল না ভারত। প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল তাদের। শ্রাবসোল ঝড়ে বদলে গেল সব। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে চুরমার করে দিলেন এই ইংলিশ তারকা। ভারত হারল ৯ রানে আর চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড।

তবুও ভারতের নেই আফসোস। উল্টো একের পর এক পুরস্কার ঘরে তুলছেন মিতালিরা। দেশে ফেরার পরেই হাতে পাবেন বিএমডব্লিউর চাবি। ভারতীয় নারী দলের কাপ্তানকে গাড়িটি উপহার হিসেবে দেবেন তেলেঙ্গানা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি ভি চামুন্ডেশ্বরনাথ।

‘ভারতের ক্রিকেটে মিতালি রাজ এক উজ্জ্বল নক্ষত্র। হয়তো ভারত শিরোপা জিততে পারেনি। তাতে আমরা ততটা হতাশ নই। মিতালির ঝকঝকে নৈপুণ্যের প্রতি সম্মান জানিয়ে তাকে বিএমডব্লিউ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার।’

প্রসঙ্গত, নারী বিশ্বকাপের ফাইনালে ঝুলন গোস্বামীর দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ২২৮ রানে আটকে দেয় ভারত। একাই তিন উইকেট নেন ঝুলন। জবাবে ২১৯ রানেই অলআউট হয়ে যায় ভারত। তৃতীয় উইকেট জুটিতে পুনম রাউত এবং হারমানপ্রীত কৌর মিলে দলকে ৯৫ রানের জুটি উপহার দেন। তবুও পারল না ভারত। শেষ দিকে এসে সব এলোমেলো।