ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুই বছর পর নারী ওয়ানডে দলে দিলারা

ব্যাটিংয়ে আরও শক্তি বাড়াতে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের বাকি অংশের জন্য বাংলাদেশ নারী দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তারকে। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ২০ বছর বয়সী এই টপ -অর্ডার ব্যাটার।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড জয় পাওয়ার পরদিন দিলারাকে দলে যুক্ত করার খবর জানায় বিসিবি।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে অভিষেক হয় দিলারারা। প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেন তিনি। ব্যাটিংয়ের সুযোগ পাননি দ্বিতীয়টিতে। ওই সিরিজের পর আর ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাননি তিনি।

তবে গত মে-জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগে রান সংগ্রাহকের তালিকায় মুর্শিদা ও ফারজানার ঠিক পরেই ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড়ে তিনি করেন ৪২৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৮.০৬। আসরে ৪২টি চারের সঙ্গে তিনি ছক্কা মারেন ২৫টি।

এদিকে ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরলেও টি-টোয়েন্টি দলে প্রায় নিয়মিত খেলছেন দিলারা। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০৮ রান। বাংলাদেশের হয়ে অন্তত দুইশ রান করা ব্যাটারদের মধ্যে দিলারার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।

আগামী শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর নারী ওয়ানডে দলে দিলারা

আপডেট টাইম : ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

ব্যাটিংয়ে আরও শক্তি বাড়াতে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের বাকি অংশের জন্য বাংলাদেশ নারী দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তারকে। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ২০ বছর বয়সী এই টপ -অর্ডার ব্যাটার।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড জয় পাওয়ার পরদিন দিলারাকে দলে যুক্ত করার খবর জানায় বিসিবি।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে অভিষেক হয় দিলারারা। প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেন তিনি। ব্যাটিংয়ের সুযোগ পাননি দ্বিতীয়টিতে। ওই সিরিজের পর আর ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাননি তিনি।

তবে গত মে-জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগে রান সংগ্রাহকের তালিকায় মুর্শিদা ও ফারজানার ঠিক পরেই ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড়ে তিনি করেন ৪২৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৮.০৬। আসরে ৪২টি চারের সঙ্গে তিনি ছক্কা মারেন ২৫টি।

এদিকে ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরলেও টি-টোয়েন্টি দলে প্রায় নিয়মিত খেলছেন দিলারা। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০৮ রান। বাংলাদেশের হয়ে অন্তত দুইশ রান করা ব্যাটারদের মধ্যে দিলারার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।

আগামী শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।