ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেই সোহেলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে আইসিসি তদন্ত শুরু করলে সংস্থাটির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেন সোহেলি। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে তার নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হয়েছে।

জানা যায়, বছর দুয়েক আগে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলে থাকা এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন দলের বাইরে থাকা সোহেলি। সে সময় তাদের কথোপকথনের অডিও প্রকাশ হলে বেশ হইচই হয়।

সোহেলি যে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন, তিনি ঘটনাটি দ্রুত টিম ম্যানেজমেন্টকে অবহিত করেন। টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানালে বিষয়টি আইসিসির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) নজরেও আনা হয়। এই ঘটনা নিয়ে প্রায় দুই বছর তদন্ত করে এসিইউ। আর তাদের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই পাঁচ বছরের জন্য সোহেলিকে নিষিদ্ধ করেছে আইসিসি।

২০২২ সালের পর আর বাংলাদেশ দলে খেলার সুযোগ পাননি সোহেলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে খেলেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সেই সোহেলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

আপডেট টাইম : ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে আইসিসি তদন্ত শুরু করলে সংস্থাটির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেন সোহেলি। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে তার নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হয়েছে।

জানা যায়, বছর দুয়েক আগে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলে থাকা এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন দলের বাইরে থাকা সোহেলি। সে সময় তাদের কথোপকথনের অডিও প্রকাশ হলে বেশ হইচই হয়।

সোহেলি যে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন, তিনি ঘটনাটি দ্রুত টিম ম্যানেজমেন্টকে অবহিত করেন। টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানালে বিষয়টি আইসিসির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) নজরেও আনা হয়। এই ঘটনা নিয়ে প্রায় দুই বছর তদন্ত করে এসিইউ। আর তাদের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই পাঁচ বছরের জন্য সোহেলিকে নিষিদ্ধ করেছে আইসিসি।

২০২২ সালের পর আর বাংলাদেশ দলে খেলার সুযোগ পাননি সোহেলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে খেলেছেন তিনি।