নেইমার বার্সা ছেড়ে যাওয়ার পর থেকেই কাতালান ক্লাবটির ওপর কিছুটা নাখোশ লিওনেল মেসি। তাছাড়া, দলের বর্তমান স্কোয়াড নিয়েও খুব একটা সন্তুষ্ট নয় পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার। অন্যদিকে, বাই আউট ক্লজের ৩০ কোটি ইউরো দিয়ে মেসিকে কোনো ক্লাবের কেনাটা সম্ভব বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। দল ছেড়েছেন নেইমার, চোটের কারণে এক মাসের জন্য বিশ্রামে গেছেন সুয়ারেজও। দলের এমন করুণ অবস্থায় আরও বড় একটি ধাক্কা খেতে পারে বার্সেলোনা। বাতাসে নতুন গুঞ্জন, মেসিকে দলে টানতে এবার সর্বস্ব নিয়ে নামছে ম্যানচেস্টার সিটি। তাহলে কি এ গুঞ্জনই শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে যাচ্ছে? বার্সেলোনায় মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে আগামী মৌসুমে। গত মাসে কাতালান ক্লাবটি জানিয়েছিল, ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন মেসি। তবে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হলেও এখনও তা আনুষ্ঠানিকভাবে হয়নি। নতুন চুক্তি হলে ২০২১ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার। বার্সেলোনার সঙ্গে এখনও নতুন চুক্তি না হওয়ায় ৩০ বছর বয়সী মেসিকে নিয়ে সংবাদ মাধ্যমেও গুঞ্জন আছে। অনেকের ধারণা, সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মেসির। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সার কোচ ছিলেন গার্দিওলা। সম্প্রতি মেসির বাই আউট ক্লজও কেউ দিয়ে দিতে পারে কি-না এমন এক প্রশ্নের জবাবে গার্দিওলা জানান, ‘এ ব্যাপারে আমি জানি না। এমন কেউ থাকতে পারে, যাদের টাকা আছে এবং সেটা খরচ করতে চায়। এমনটা ঘটতে পারে।’ দলবদলের বাজারে মোটেও ভালো করতে পারছে না বার্সা। সম্প্রতি রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার। তার শূন্যতা পূরণে কিনতে পারেনি ডেমবেলে ও কুতিনহোকেও। এদিকে দলের সবচেয়ে বড় তারকা মেসিও নাকি চলে যাবেন, এমন গুঞ্জন চাউর হচ্ছে চারদিকে। তবে, শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন!
সংবাদ শিরোনাম :
ট্রেজারি বিল-বন্ড কেনায় গ্রাহকদের মাশুল বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
সংস্কার নিয়ে শনিবার ফের সংলাপ, জাপার বিষয়ে সিদ্ধান্ত হয়নি
এবার ৬৫ কলেজের কেউ পাস করেনি
সিন্ডিকেটকারীদের গ্রেপ্তারের ঘোষণা
আমিরাত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
দুই মাসের ব্যবধানে আবারও নতুন ডিজি পেল স্বাস্থ্য অধিদপ্তর
জিপিএ-৫ পেলেন কত জন (ভিডিও)
এখনো যথেষ্ট সম্মান নিয়েই বেঁচে আছি: শাবনূর
জনসমক্ষে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি
কার সঙ্গে বিয়ে হবে এটি কি নির্ধারিত
মেসিও বার্সা ছাড়ছেন
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
- 421
Tag :
জনপ্রিয় সংবাদ