ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব একাদশের কাছে এবার হারলো পাকিস্তান

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্ব একাদশের কাছে এবার হারলো পাকিস্তান । বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দ্বিতীয় টি-টায়েন্টিতে ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তামিম ইকবালের বিশ্ব একাদশ ।  ম্যাচের নায়ক হাশিম আমলা ও থিসারা পেরেরা । আমলার ৫৫ বলে ৭২ ও পেরেরার ১৯ বলে ৪৭ রানের তাইফুন ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরে আনলো বিশ্ব একাদশ। প্রথম ম্যাচে বিশ্ব একাদশ ২০ রানে পাকিস্তানের কাছে হেরা যায় । লাহোরে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান । সর্বোচ্চ ৪৫ রান করেন বাবর আজম। আহমেদ শেহজাদ করেন ৪৩ রান । এছাড়া শোয়েব মালিক ৩৯ ও ফখর জামান ২১ রান করেন । বিশ্ব একাদশের পক্ষে স্যামুয়েল বাদরি ২টি, থিসারা পেরেরা ২টি, বেন কাটিং ১টি ও ইমরান তাহির ১টি করে উইকেট দখল করেন । জবাবে এক বল হাতে রেখেই অসাধারণ একটি তুলে নেয় বিশ্ব একাদশ । ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন আমলা । তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় । থিসারা পেরেরাও অসাধারণ ব্যাটিং করেছেন । ১৯ বলে ৪৭ রানে (৫ ছক্কা) অপরাজিত থাকেন তিনি ।  শুরুটা ভালোই করেছিলেন তামিম । মনে হয়েছিল বড় ইনিংস খেলবেন । কিন্তু যেতে পারেননি খুব বেশি দূর ।১৯ বল খেলে ২৩ রান করে সাজঘরে ফিরেন । সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান ইনিংস: ২০ ওভারে ১৭৪/৬ (ফখর জামান ২১, আহমেদ শেহজাদ ৪৩, বাবর আজম ৪৫, শোয়েব মালিক ৩৯, ইমাদ ওয়াসিম ১৫, সরফরাজ আহমেদ ০, সোহেল খান ১*; মরনি মরকেল ০/২০, বেন কাটিং ১/৫২, স্যামুয়েল বাদরি ২/৩১, পল কলিংউড ০/১৮, থিসারা পেরেরা ২/২৩, ইমরান তাহির ১/২৯)। বিশ্ব একাদশ : ১৯.৫ ওভারে ১৭৫/৩ (তামিম ২৩, আমলা ৭২* পেইন ১০, দু প্লেসি ২০, থিসারা ৪৭*; ইমাদ ১/২৭, সোহেল ১/৪৪, উসমান ০/১০, রাইস ০/৪২, নওয়াজ ১/২৫, শাদাব ০/৩২)। ফল: বিশ্ব একাদশ ৭ উইকেটে জয়ী সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা ম্যান অব দা ম্যাচ: থিসারা পেরেরা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিশ্ব একাদশের কাছে এবার হারলো পাকিস্তান

আপডেট টাইম : ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্ব একাদশের কাছে এবার হারলো পাকিস্তান । বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দ্বিতীয় টি-টায়েন্টিতে ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তামিম ইকবালের বিশ্ব একাদশ ।  ম্যাচের নায়ক হাশিম আমলা ও থিসারা পেরেরা । আমলার ৫৫ বলে ৭২ ও পেরেরার ১৯ বলে ৪৭ রানের তাইফুন ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরে আনলো বিশ্ব একাদশ। প্রথম ম্যাচে বিশ্ব একাদশ ২০ রানে পাকিস্তানের কাছে হেরা যায় । লাহোরে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান । সর্বোচ্চ ৪৫ রান করেন বাবর আজম। আহমেদ শেহজাদ করেন ৪৩ রান । এছাড়া শোয়েব মালিক ৩৯ ও ফখর জামান ২১ রান করেন । বিশ্ব একাদশের পক্ষে স্যামুয়েল বাদরি ২টি, থিসারা পেরেরা ২টি, বেন কাটিং ১টি ও ইমরান তাহির ১টি করে উইকেট দখল করেন । জবাবে এক বল হাতে রেখেই অসাধারণ একটি তুলে নেয় বিশ্ব একাদশ । ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন আমলা । তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় । থিসারা পেরেরাও অসাধারণ ব্যাটিং করেছেন । ১৯ বলে ৪৭ রানে (৫ ছক্কা) অপরাজিত থাকেন তিনি ।  শুরুটা ভালোই করেছিলেন তামিম । মনে হয়েছিল বড় ইনিংস খেলবেন । কিন্তু যেতে পারেননি খুব বেশি দূর ।১৯ বল খেলে ২৩ রান করে সাজঘরে ফিরেন । সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান ইনিংস: ২০ ওভারে ১৭৪/৬ (ফখর জামান ২১, আহমেদ শেহজাদ ৪৩, বাবর আজম ৪৫, শোয়েব মালিক ৩৯, ইমাদ ওয়াসিম ১৫, সরফরাজ আহমেদ ০, সোহেল খান ১*; মরনি মরকেল ০/২০, বেন কাটিং ১/৫২, স্যামুয়েল বাদরি ২/৩১, পল কলিংউড ০/১৮, থিসারা পেরেরা ২/২৩, ইমরান তাহির ১/২৯)। বিশ্ব একাদশ : ১৯.৫ ওভারে ১৭৫/৩ (তামিম ২৩, আমলা ৭২* পেইন ১০, দু প্লেসি ২০, থিসারা ৪৭*; ইমাদ ১/২৭, সোহেল ১/৪৪, উসমান ০/১০, রাইস ০/৪২, নওয়াজ ১/২৫, শাদাব ০/৩২)। ফল: বিশ্ব একাদশ ৭ উইকেটে জয়ী সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা ম্যান অব দা ম্যাচ: থিসারা পেরেরা