বাঙালী কণ্ঠ নিউজঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উদ্যোগে সামনে আরও তিন বছর পাকিস্তান সফর করবে বিশ্ব একাদশ।
চলতি সিরিজ ছাড়াও বিশ্ব একাদশ আরও তিন বছর পাকিস্তান সফর করবে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। লাহোরে অনুষ্ঠিত প্রথম ম্যাচ (১২ সেপ্টেম্বর) চলাকালীন ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘পরিকল্পনার করা হয়েছে, এখন থেকে আগামী তিন বছর বিশ্ব একাদশ পাকিস্তান সফর করবে।’
সবকিছু ঠিকভাবে চললে সামনের বছরগুলোতে আরও অনেক দলই পাকিস্তান সফর করবে বলেও মত শেঠির, ‘এটা শেষ হলে শ্রীলঙ্কা আসতে (পাকিস্তানে) রাজী হয়েছে। তারা এক বা দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। এছাড়া নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজও আসতে রাজী হয়েছে।’
অতীত স্মৃতিটা একটু মনে করিয়ে শেঠির আশা, ‘যদি চলতি টুর্নামেন্টে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তাহলে আমি বলতে পারি পরের বছরই কমপক্ষে এক বা দুটি বড় দল পাকিস্তান সফরে আসবে।