বাঙালী কণ্ঠ নিউজঃ লা লিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে রিয়াল সোসিয়াদের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরে জিদানের দল। গোলদাতা গ্যারেথ বেল ও বোরহা মায়োরাল। অন্য গোলটি আত্মঘাতি।
এ জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। সোসিয়েদাদের পয়েন্ট ৯। অন্যদিকে রিয়ালের সমান ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।
লা লিগায় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন রোনালদো। ইনজুরির কারণে দলে নেই করিম বেনজেম। এ দুই তারকা ছাড়া গত কয়েক ম্যাচে দল ভুগলেও রবিবার রাতে ভালোই খেলেছে রিয়াল।
১৯তম মিনিটে দলকে এগিয়ে দেন বোরহা মায়োরাল। জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।২৮তম মিনিটে সমতা ফেরায় সোসিয়েদাদ।
৩৬তম মিনিটে পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় রিয়াল। আক্রমণ ঠেকানোর জন্য রিয়ালের ডি-বক্স থেকে নিজেদের ডি-বক্সে ছুটে এসেছিলেন রদ্রিগেস। কিন্তু মায়োরালের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন। ৬১তম মিনিটে পাল্টা আক্রমণে একক প্রচেষ্টায় ব্যবধান বাড়ান বেল।