বাঙালী কণ্ঠ নিউজঃ চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে আত্মঘাতী গোলে প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। পরে রোনালদোর একমাত্র গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ঘরের মাঠে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকলো রিয়াল। খেলার অধিকাংশ সময় বল ছিল রিয়ালের দখলে। ২৮তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ডান দিক দিয়ে সের্হে ওঁইয়ের ক্রসে পা লাগাতে পারেননি কেইন। কিন্তু রাফায়েল ভারানের পায়ে লেগে বল জালে ঢুকে যায়।
৪২ মিনিটে মিডফিল্ডার ক্রসকে ঠেকাতে বক্সের মধ্যে ফাউল করেন উরের। পেনাল্টি পায় মাদ্রিদ। স্পটকিক থেকে মাদ্রিদকে সমতায় ফেরান রোনালদো। এরমধ্যে দিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে পাঁচ গোল হলো রোনালদোর।
খেলার ৫৪ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেছেন করিম বেনজেমা। ক্যাসিমিরোর ক্রস গোলমুখ থেকে বেনজেমা হেড করলে দুর্দান্ত সেভ করেছেন টটেনহাম গোলরক্ষক হুগো লরেস। রিয়ালের বিপক্ষে পঞ্চমবারের চেষ্টাতেও জয়ের দেখা পেল না টটেনহ্যাম। আগের চারবারের মুখোমুখি লড়াইয়ের তিনটি জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।