বাঙালী কণ্ঠ নিউজঃ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকলে হলে ভারকতে এ ম্যাচে জিততেই হবে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে হেনরি নিকোলস সর্বোচ্চ ৪২ রান সংগ্রহ করেন। এ ছাড়া কলিন ডে গ্র্যান্ডহোম (৪১) ও টম লাথাম (৩৮) রান করেন। ভারতের পক্ষে তিন উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ২ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহল।
ম্যাচের শুরুতেই গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। এর পর দ্রুত ফিরে যান কেন উইলিয়ামসনকে (৩)। পরের ওভারের শেষ বলে কলিন মুনরোকে (১০) বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। উইকেটে থিতু হওয়া টম লাথামকে (৩৮) বোল্ড করেন অক্ষর। বড় ইনিংস খেলার ইঙ্গিত দেয়া হেনরি নিকোলসকে (৪২) বোল্ড করে দেন ভুবনেশ্বর। চাহলের বলে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কলিন ডে গ্র্যান্ডহোম (৪১)।
এর আগে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারতের দেয়া ২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। সিরিজ জয়ের আশা জয় করতে হলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে।