ঢাকা , মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সবকিছুতেই মেসির দোষ

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আবার কবে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে, সেই ব্যাপারেও নিশ্চিত নন কেউই। তবে মেসির সাবেক কোচ ও আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বলছেন, মেসির আর কখনোই আর্জেন্টিনা দলে ফিরে আসা উচিত হবে না।

ম্যারাডোনা বলছেন, সবকিছুতে মেসিকেই দোষারোপ করা হয় বলেই তিনি চান না মেসি ফিরুক, ‘আমি তো মেসিকে বলব অবসর নিতে। তার আর ফিরেই আসা উচিত না আর্জেন্টিনা দলে। অনূর্ধ্ব-১৫ দল হারে, মেসির দোষ! ঘরোয়া লিগে ম্যাচ পাতানোর অভিযোগ, মেসির দোষ! সবকিছুতেই দোষটা মেসিরই হয়। তার আর সেখানে যাওয়াই উচিত না। আমরা তার ওপর আশা করে বসে থাকি। কিন্তু তাকে দোষ দেওয়ার কোনো অধিকার আমাদের নেই।

আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির ওপর একদমই খুশি নন ম্যারাডোনা, ‘স্কালোনি একটা গর্দভ। সে তো দলই চলাতে পারে না। তাকে ফুটবলার হিসেবে কখনোই গোল করতে দেখিনি! সে কোচ হয়েছে, এটা খুবই অবাক করার মতো ব্যাপার। সে বলে, সে আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দলের খেলা দেখে তো সেটা মনে হয় না।

প্রসঙ্গত, রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই জাতীয় দলের হয়ে আর খেলতে নামেননি বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।

Tag :
আপলোডকারীর তথ্য

সবকিছুতেই মেসির দোষ

আপডেট টাইম : ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আবার কবে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে, সেই ব্যাপারেও নিশ্চিত নন কেউই। তবে মেসির সাবেক কোচ ও আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বলছেন, মেসির আর কখনোই আর্জেন্টিনা দলে ফিরে আসা উচিত হবে না।

ম্যারাডোনা বলছেন, সবকিছুতে মেসিকেই দোষারোপ করা হয় বলেই তিনি চান না মেসি ফিরুক, ‘আমি তো মেসিকে বলব অবসর নিতে। তার আর ফিরেই আসা উচিত না আর্জেন্টিনা দলে। অনূর্ধ্ব-১৫ দল হারে, মেসির দোষ! ঘরোয়া লিগে ম্যাচ পাতানোর অভিযোগ, মেসির দোষ! সবকিছুতেই দোষটা মেসিরই হয়। তার আর সেখানে যাওয়াই উচিত না। আমরা তার ওপর আশা করে বসে থাকি। কিন্তু তাকে দোষ দেওয়ার কোনো অধিকার আমাদের নেই।

আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির ওপর একদমই খুশি নন ম্যারাডোনা, ‘স্কালোনি একটা গর্দভ। সে তো দলই চলাতে পারে না। তাকে ফুটবলার হিসেবে কখনোই গোল করতে দেখিনি! সে কোচ হয়েছে, এটা খুবই অবাক করার মতো ব্যাপার। সে বলে, সে আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দলের খেলা দেখে তো সেটা মনে হয় না।

প্রসঙ্গত, রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই জাতীয় দলের হয়ে আর খেলতে নামেননি বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।