ঢাকা , রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পেলে-ম্যারাডোনা তখন…

বাঙালী কণ্ঠ নিউজঃ ইনস্টাগ্রামে পেলের সঙ্গে ৪০ বছর আগে তোলা নিজের ছবি পোস্ট করে দিয়েগো ম্যারাডোনা ব্রাজিলীয় কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি পেলে অসুস্থ হয়ে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর্জেন্টাইন গ্রেট ম্যারাডোনা ১৯৭৯ সালে পেলের সঙ্গে তোলা নিজের ছবির নিচে লিখেছেন- ‘এই ছবির বয়স আজ ৪০ বছর হল।

রিও ডি জেনিরোয় তোলা হয়েছিল। সেবার আমাদের দু’জনের দেখা হয় সেখানে। তখন কী তরুণই না ছিলাম আমরা। আপনার দ্রুত সুস্থতা কামনা করি, কিং পেলে।’

ছবিতে দেখা যাচ্ছে ১৮ বছরের টগবগে তরুণ ম্যারাডোনার মুখ ঔজ্জ্বল্যে ভরপুর। তাকিয়ে আছেন পেলের দিকে। ‘কালো মানিকের’ বয়স তখন ৩৮। গিটার বাজাচ্ছেন মনের সুখে। এখন পেলের বয়স ৭৮। ম্যারাডোনার ৫৮। এই গ্রহের সর্বকালের দুই সেরা ফুটবলারের মধ্যে সবসময় ঠোকাঠুকি লেগেই থাকে।

ঠাওরেঠুরে দু’জনই পরস্পরকে ঘায়েল করার সুযোগ হেলায় হারাতে চান না। কিন্তু যতই পরস্পরের প্রতি ঈর্ষান্বিত হন না কেন, দিনশেষে তারাও রক্ত-মাংসে গড়া মানুষ। তাই তিনবারের বিশ্বকাপজয়ী পেলের অসুখে আর স্থির থাকতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পুরনো দিনের ছবি পোস্ট করে যেন স্মৃতির ঝাঁপি খুলে বসলেন। সময় মানুষকে কতই না বদলে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

পেলে-ম্যারাডোনা তখন…

আপডেট টাইম : ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ ইনস্টাগ্রামে পেলের সঙ্গে ৪০ বছর আগে তোলা নিজের ছবি পোস্ট করে দিয়েগো ম্যারাডোনা ব্রাজিলীয় কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি পেলে অসুস্থ হয়ে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর্জেন্টাইন গ্রেট ম্যারাডোনা ১৯৭৯ সালে পেলের সঙ্গে তোলা নিজের ছবির নিচে লিখেছেন- ‘এই ছবির বয়স আজ ৪০ বছর হল।

রিও ডি জেনিরোয় তোলা হয়েছিল। সেবার আমাদের দু’জনের দেখা হয় সেখানে। তখন কী তরুণই না ছিলাম আমরা। আপনার দ্রুত সুস্থতা কামনা করি, কিং পেলে।’

ছবিতে দেখা যাচ্ছে ১৮ বছরের টগবগে তরুণ ম্যারাডোনার মুখ ঔজ্জ্বল্যে ভরপুর। তাকিয়ে আছেন পেলের দিকে। ‘কালো মানিকের’ বয়স তখন ৩৮। গিটার বাজাচ্ছেন মনের সুখে। এখন পেলের বয়স ৭৮। ম্যারাডোনার ৫৮। এই গ্রহের সর্বকালের দুই সেরা ফুটবলারের মধ্যে সবসময় ঠোকাঠুকি লেগেই থাকে।

ঠাওরেঠুরে দু’জনই পরস্পরকে ঘায়েল করার সুযোগ হেলায় হারাতে চান না। কিন্তু যতই পরস্পরের প্রতি ঈর্ষান্বিত হন না কেন, দিনশেষে তারাও রক্ত-মাংসে গড়া মানুষ। তাই তিনবারের বিশ্বকাপজয়ী পেলের অসুখে আর স্থির থাকতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পুরনো দিনের ছবি পোস্ট করে যেন স্মৃতির ঝাঁপি খুলে বসলেন। সময় মানুষকে কতই না বদলে দেয়।