ঢাকা , শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজ বাংলাদেশকে কঠিন পথ পাড়ি দিতে হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ ইংল্যান্ডে গোত্তা খাওয়া ভারত প্রতিরোধের পথ খুঁজে পেয়েছে বাংলাদেশ। তারাও হারে; হারে যখন রানের বড় চাপ সামনে থাকে। এজবাস্টনে বাংলাদেশের সামনে তাই আজ কঠিনতম এক পথ। সেমিফাইনালের হিসাবটা গভীর চিন্তায়—কাগুজে। তাই সেই হিসাবটা তুলে রেখে বরং এই ম্যাচে রেকর্ড গড়ার হাতছানিকে কাজে লাগানোর প্রত্যয় টাইগারদের। মিস করতে চাইবে না বদলা নেওয়াও। জটিল সমীকরণে ফিকে হয়ে যাওয়া সেমিফাইনালের গল্পপাঠও হতে পারে জয়ের সঙ্গে।

স্বপ্ন বেঁচে আছে খাতায় কলমে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে এজবাস্টনের ম্যাচ অন্যরকম এক ম্যাচ। সাম্প্রতিক বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই ক্রিকেটমহলে অন্যরকম উন্মাদনা-উত্তেজনা আর স্নায়ুযুদ্ধের গল্প। এই ম্যাচের উত্তেজনাও ছুঁয়ে যেতে পারে পারদের উচ্চতার মানদণ্ডকে। প্রতিশোধের আগুনও জ্বলে উঠতে পারে ক্ষণে ক্ষণে। বিশ্বকাপে হারার গল্পের সঙ্গে এশিয়া কাপের দুই ফাইনালও সাকিব-মুশফিকদের সামনে ভেসে উঠতে পারে।

তখনো ইংল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ হয়নি। কিন্তু আলোচনার সরগরমে বাংলাদেশ-ভারত ম্যাচ। হরদম আলোচনা হচ্ছিল—বিরাটরা মাশরাফিদের ম্যাচ ছেড়ে দেবে। কিন্তু ইংল্যান্ডের কাছে ভারতের হারে পাল্টে গেছে দৃশ্যপট। ‘বাবা আপন মরাণ বাঁচা’—এই অবস্থায় খানিকটা ভারত। এখনো সমীকরণে ভারতের সেমিফাইনাল ঠিক থাকলেও আরো হারে তা তিতে হয়ে যেতে পারে। আর বাংলাদেশকে যেহেতু ম্যাচপ্রতি হিসাব-নিকাশ; তাই জয়ের বিকল্প নেই শেষ পর্যন্ত। ফিকে হওয়া সেমিফাইনালের পথেও থাকছে নানা ঝড়-ঝাপটা।

ভারতকে হারানোর জন্য মরিয়া মাশরাফিরা। দুবাই এশিয়া কাপের ফাইনালে শেষ বলে, ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হার শেষ বলে। বিশ্বকাপে মেলবোর্নে নো বল গল্পে নাকাল হয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে আজ তাই প্রতিশোধের আগুন স্ফূলিঙ্গ হয়েই উল্কা ছড়াতে পারে। বিশ্বকাপে ভারত-বধের মন্ত্র নিয়েই কাজ করছে কোচ-ম্যানেজমেন্ট।

বাংলাদেশের ব্যাটিং অবশ্যই ভারতকে ভাবাচ্ছে। ভাবাচ্ছেন সাকিব-তামিম-মুশফিক-মোসাদ্দেকরা। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতিরা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। কথা উঠছে, ‘পুরোনো ৩ মোড়লে’র গল্প নিয়ে। স্বার্থরক্ষায় তারা ভাই ভাই ম্যাচ খেললে খেলতেও পারে। সেই সঙ্গে বিশ্লেষণ চলছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়েও। ফলে আজকের ম্যাচ নিয়ে কিছুটা বেশিই ভাবতে হচ্ছে ভারতকে। কারণ বিশ্বকাপে দারুণ ছন্দে বাংলাদেশ। তিন শ প্লাস রান তাড়া করে জিতেছে বাংলাদেশই। তাও জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ ও ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ স্কোরবোর্ডে ৩৩৩ রান তুলেছে।

এ ম্যাচে নেমেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম বিশ্বকাপে টানা ২৮ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়বেন। এর আগে সনৎ জয়াসুরয়া, মুত্তিয়া মুরলিধরন এবং চামিন্ডা ভাসের পাশাপাশি মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানও ২৭ ম্যাচে ছিলেন গাটছাড়া। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। ভারত জিতলে বড় সুবিধা হতো বাংলাদেশ আর পাকিস্তানের।

ইংল্যান্ডের কাছে ভারতের নাকাল হওয়া দেখে বেজায় ক্ষুব্ধ ওয়াকার ইউনিস। বলেছেন, ‘পাকিস্তান সেমিফাইনালে উঠল নাকি উঠল না, তা নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই। তবে একটা জিনিস নিশ্চিত, বিশ্বচ্যাম্পিয়ন দলের এমন খেলোয়াড়ি মানসিকতা খুবই দুঃখজনক।’ যেহেতু পয়েন্ট টেবিলে ভারতের অবস্থা বেশ ভালো, একটা ম্যাচ হারলেও তাদের কিছু আসবে—যাবে না। কিন্তু তাতে বাংলাদেশ ও পাকিস্তানের বড় ক্ষতি হয়ে গেছে। পাকিস্তানের সিকান্দার বখত ও বাসিত আলীও এর আগে ভারতকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

ভারতের বিপক্ষে ম্যাচ জেতার ফলে ইংল্যান্ডের পয়েন্ট হয়ে গেছে ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে তারা। ১১ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দ্বিতীয়। ওদিকে যথাক্রমে ৯ ও ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছে পাকিস্তান ও বাংলাদেশ।

জয়ের জন্যই মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির সাফ কথা—জয়ের বিকল্প নেই। সেই সঙ্গে আজ লাল-সবুজের পসরা বসছে এজবাস্টনে। চলবে লড়াই ভারতীয় উদ্বেলিত কমলা-সবুজের শোরগোলের বিপক্ষেও। লড়াই হবে সমানে-সমান; পতাকায়-পতাকায়, মুখে-মুখে। মাঠের সঙ্গে জিতবে হবে নেই লড়াইয়েও।

পুরো উপমহাদেশকে হতাশ করে গতকাল ইংল্যান্ডের কাছে হেরে গেছে ভারত। জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হলো ইংল্যান্ডের। ওদিকে ভারত হেরে যাওয়ার কারণে সেমিফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে গেল শ্রীলঙ্কার। সেমিতে ওঠার রাস্তাটা আরো কঠিন হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের।

Tag :
আপলোডকারীর তথ্য

আজ বাংলাদেশকে কঠিন পথ পাড়ি দিতে হবে

আপডেট টাইম : ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ ইংল্যান্ডে গোত্তা খাওয়া ভারত প্রতিরোধের পথ খুঁজে পেয়েছে বাংলাদেশ। তারাও হারে; হারে যখন রানের বড় চাপ সামনে থাকে। এজবাস্টনে বাংলাদেশের সামনে তাই আজ কঠিনতম এক পথ। সেমিফাইনালের হিসাবটা গভীর চিন্তায়—কাগুজে। তাই সেই হিসাবটা তুলে রেখে বরং এই ম্যাচে রেকর্ড গড়ার হাতছানিকে কাজে লাগানোর প্রত্যয় টাইগারদের। মিস করতে চাইবে না বদলা নেওয়াও। জটিল সমীকরণে ফিকে হয়ে যাওয়া সেমিফাইনালের গল্পপাঠও হতে পারে জয়ের সঙ্গে।

স্বপ্ন বেঁচে আছে খাতায় কলমে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে এজবাস্টনের ম্যাচ অন্যরকম এক ম্যাচ। সাম্প্রতিক বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই ক্রিকেটমহলে অন্যরকম উন্মাদনা-উত্তেজনা আর স্নায়ুযুদ্ধের গল্প। এই ম্যাচের উত্তেজনাও ছুঁয়ে যেতে পারে পারদের উচ্চতার মানদণ্ডকে। প্রতিশোধের আগুনও জ্বলে উঠতে পারে ক্ষণে ক্ষণে। বিশ্বকাপে হারার গল্পের সঙ্গে এশিয়া কাপের দুই ফাইনালও সাকিব-মুশফিকদের সামনে ভেসে উঠতে পারে।

তখনো ইংল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ হয়নি। কিন্তু আলোচনার সরগরমে বাংলাদেশ-ভারত ম্যাচ। হরদম আলোচনা হচ্ছিল—বিরাটরা মাশরাফিদের ম্যাচ ছেড়ে দেবে। কিন্তু ইংল্যান্ডের কাছে ভারতের হারে পাল্টে গেছে দৃশ্যপট। ‘বাবা আপন মরাণ বাঁচা’—এই অবস্থায় খানিকটা ভারত। এখনো সমীকরণে ভারতের সেমিফাইনাল ঠিক থাকলেও আরো হারে তা তিতে হয়ে যেতে পারে। আর বাংলাদেশকে যেহেতু ম্যাচপ্রতি হিসাব-নিকাশ; তাই জয়ের বিকল্প নেই শেষ পর্যন্ত। ফিকে হওয়া সেমিফাইনালের পথেও থাকছে নানা ঝড়-ঝাপটা।

ভারতকে হারানোর জন্য মরিয়া মাশরাফিরা। দুবাই এশিয়া কাপের ফাইনালে শেষ বলে, ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হার শেষ বলে। বিশ্বকাপে মেলবোর্নে নো বল গল্পে নাকাল হয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে আজ তাই প্রতিশোধের আগুন স্ফূলিঙ্গ হয়েই উল্কা ছড়াতে পারে। বিশ্বকাপে ভারত-বধের মন্ত্র নিয়েই কাজ করছে কোচ-ম্যানেজমেন্ট।

বাংলাদেশের ব্যাটিং অবশ্যই ভারতকে ভাবাচ্ছে। ভাবাচ্ছেন সাকিব-তামিম-মুশফিক-মোসাদ্দেকরা। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতিরা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। কথা উঠছে, ‘পুরোনো ৩ মোড়লে’র গল্প নিয়ে। স্বার্থরক্ষায় তারা ভাই ভাই ম্যাচ খেললে খেলতেও পারে। সেই সঙ্গে বিশ্লেষণ চলছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়েও। ফলে আজকের ম্যাচ নিয়ে কিছুটা বেশিই ভাবতে হচ্ছে ভারতকে। কারণ বিশ্বকাপে দারুণ ছন্দে বাংলাদেশ। তিন শ প্লাস রান তাড়া করে জিতেছে বাংলাদেশই। তাও জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ ও ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ স্কোরবোর্ডে ৩৩৩ রান তুলেছে।

এ ম্যাচে নেমেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম বিশ্বকাপে টানা ২৮ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়বেন। এর আগে সনৎ জয়াসুরয়া, মুত্তিয়া মুরলিধরন এবং চামিন্ডা ভাসের পাশাপাশি মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানও ২৭ ম্যাচে ছিলেন গাটছাড়া। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। ভারত জিতলে বড় সুবিধা হতো বাংলাদেশ আর পাকিস্তানের।

ইংল্যান্ডের কাছে ভারতের নাকাল হওয়া দেখে বেজায় ক্ষুব্ধ ওয়াকার ইউনিস। বলেছেন, ‘পাকিস্তান সেমিফাইনালে উঠল নাকি উঠল না, তা নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই। তবে একটা জিনিস নিশ্চিত, বিশ্বচ্যাম্পিয়ন দলের এমন খেলোয়াড়ি মানসিকতা খুবই দুঃখজনক।’ যেহেতু পয়েন্ট টেবিলে ভারতের অবস্থা বেশ ভালো, একটা ম্যাচ হারলেও তাদের কিছু আসবে—যাবে না। কিন্তু তাতে বাংলাদেশ ও পাকিস্তানের বড় ক্ষতি হয়ে গেছে। পাকিস্তানের সিকান্দার বখত ও বাসিত আলীও এর আগে ভারতকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

ভারতের বিপক্ষে ম্যাচ জেতার ফলে ইংল্যান্ডের পয়েন্ট হয়ে গেছে ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে তারা। ১১ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দ্বিতীয়। ওদিকে যথাক্রমে ৯ ও ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছে পাকিস্তান ও বাংলাদেশ।

জয়ের জন্যই মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির সাফ কথা—জয়ের বিকল্প নেই। সেই সঙ্গে আজ লাল-সবুজের পসরা বসছে এজবাস্টনে। চলবে লড়াই ভারতীয় উদ্বেলিত কমলা-সবুজের শোরগোলের বিপক্ষেও। লড়াই হবে সমানে-সমান; পতাকায়-পতাকায়, মুখে-মুখে। মাঠের সঙ্গে জিতবে হবে নেই লড়াইয়েও।

পুরো উপমহাদেশকে হতাশ করে গতকাল ইংল্যান্ডের কাছে হেরে গেছে ভারত। জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হলো ইংল্যান্ডের। ওদিকে ভারত হেরে যাওয়ার কারণে সেমিফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে গেল শ্রীলঙ্কার। সেমিতে ওঠার রাস্তাটা আরো কঠিন হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের।