বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়া নিজামী-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে জাতিকে কলঙ্কিত করেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করেছেন।’
আজ শুক্রবার সকালে ভোলার গাজিপুর রোডে নিজ বাসভবন চত্বরে দলীয় কর্মীদের সঙ্গে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রমীণ অর্থনীতি এখন খুবই সমৃদ্ধ। ভোলা এখন সবচেয়ে সমৃদ্ধশালী জেলা। এখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে খাদ্যশস্য এখন অন্যত্র যাচ্ছে।
ভোলা-বরিশালে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ শেষ হলে ভোলা থেকে সড়ক পথে অল্প সময়ের মধ্যে ঢাকায় যাওয়া যাবে। ভোলায় একটি বিশ্ববিদ্যায়লও নির্মাণ করা হবে।
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।